জুমবাংলা ডেস্ক : আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার ঢাকাস্থ বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি কুর্মিটোলার ভলিবল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বিমানবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হয়ে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও উপ-বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। চূড়ান্ত খেলায় বাংলাদেশ নৌবাহিনী দল ৩-২ সেটে বাংলাদেশ সেনাবাহিনী দলকে পরাজিত করে আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়।
বাংলাদেশ নৌবাহিনী দলের পেটি অফিসার শেখ ইসমাইল হোসেন প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য সেরা খেলোয়াড় বিবেচিত হন। অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ২৪ নভেম্বর সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস) রিয়ার অ্যাডমিরাল মো. জহির উদ্দিন, এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রতিযোগিতার উদ্বোধন করেন। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী দল অংশগ্রহণ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।