স্পোর্টস ডেস্ক : টেস্ট সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। কিন্তু হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে মেহেদি হাসান মিরাজের দল। তবে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ফিফটি পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই ইনিংস খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কা পূর্ণ করলেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।
দুইশ থেকে তিন ছক্কা দূরে এই ম্যাচ খেলতে নামে অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ৪৪ বলে ৫০ রানের অপরাজিত ইনিংসের পথে তিনটি চারের পাশে তিনটি ছক্কাও তিনি মারেন। রেকর্ডটি আগে ছিল তামিম ইকবালের। ১৮৮ ছক্কার পর থমকে আছে তার ক্যারিয়ার। ৪৩০ ইনিংসে এই ২০০ ছক্কা মেরেছেন মাহমুদউল্লাহ। তামিম খেলেছেন ৪৪৮ ইনিংস। টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখনও তামিমেরই। টেস্টে তার ছক্কা ৪১টি, ওয়ানডেতে ১০৩টি। মাহমুদউল্লাহর ছক্কা এই দুই সংস্করণে ২৪ ও ৯৯টি। তবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৭৭ ছক্কায় অনেকটা এগিয়ে গেছেন তিনি।
তিন সংস্করণ মিলিয়ে এই দুইজনের পর সবচেয়ে বেশি ছক্কা মুশফিকুর রহিমের। ৫২১ ইনিংস খেলে তিনি হাওয়ায় ভাসিয়ে বল সীমানা ছাড়া করেছেন ১৭৩ বার। ৪৯১ ইনিংসে ১৩৫ বার করেছেন সাকিব আল হাসান। ১১৯ ছক্কা মেরে রেকর্ডের পাঁচে লিটন কুমার দাস। এছাড়া ছক্কার সেঞ্চুরি আছে সৌম্য সরকার (১০৯) ও মাশরাফি বিন মুর্তজার (১০৭)।
আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার বিশ্বরেকর্ডের ধারেকাছে অবশ্য নেই তারা কেউ। ৬২৪ ছক্কায় সবার ওপরে রোহিত শার্মা। ৫৫৩ ছক্কা নিয়ে দুইয়ে ক্রিস গেইল, শাহিদ আফ্রিদির ছক্কা ৪৭৬টি। চারশ ছক্কা নেই আর কারও। মাহমুদউল্লাহকে দিয়ে ছক্কার ডাবল সেঞ্চুরিয়ান এখন ৪১ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।