স্পোর্টস ডেস্ক : হুট করেই গতকাল শনিবার অবসর নিয়ে নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার এই আকস্মিক অবসরে ক্রিকেটবিশ্ব বড় একটা ধাক্কা খেয়েছে। তারপরেই বিশ্বের বিভিন্ন ক্রিকেটাররা তাকে বিদায় অভিবাদন জানাচ্ছেন। সেই দলে আছেন বাংলাদেশি ক্রিকেটাররাও।
বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘বিদায় মাহেন্দ্র সিং ধোনি। খেলার মাঠে আপনি ছিলেন নিঃসন্দেহে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দিয়ে আপনি অনুপ্রাণিত করেছেন লাখো মানুষকে। আপনার সুন্দর ভবিষ্যতের জন্য রইলো শুভ কামনা।’
গতকাল সন্ধ্যায় ইনস্টাগ্রামে ঘোষণা দিয়ে অবসর নেন ধোনি। এর কিছু সময় পর ভারতের আরেক তারকা সুরেশ রায়নাও অবসর ঘোষণা করেন। ধোনি ইনস্টাগ্রামে লিখেন, ‘ক্যারিয়ারজুড়ে আমাকে ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ৭টা ২৯ মিনিট (আজ) থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে গ্রহণ করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।