জুমবাংলা ডেস্ক: জ্বালানী তেলের দাম আন্তর্জাতিক বাজারে কয়েক ধাপ আগের চেয়ে সামন্য কমেছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকেই এ পরিবর্তন দেখা যায়।
এদিন সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট অথবা শূন্য দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৯৩ শতাংশ।
অন্যদিকে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম সোমবার থেকে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৫৭ ডলারে উন্নীত হয়েছে এবং শুক্রবারের তুলনায় ১ দশমিক ৭০ ডলার বা ২ শতাংশ বেশি ছিল।
প্রসঙ্গত, পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা (ওপেক) ও তার মিত্ররা, শীর্ষ উৎপাদক সৌদি আরব ও অন্যান্য সদস্যদের সরবরাহ থাকা সত্ত্বেও জুন মাস থেকে দামের মন্দা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। পরে বৈঠকে সিদ্ধান্ত হয় প্রতিদিন ১ লাখ ব্যারেল কম তেল উৎপাদন করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।