জুমবাংলা ডেস্ক : ফরিদপুরে একটি চক্র দীর্ঘদিন ধরে বিত্তশালী ব্যক্তিদের টার্গেট করে মহিলাদের দিয়ে ব্লাকমেইলের মাধ্যমে অশ্লীল ছবি তুলে তা ফেসবুকসহ স্বজনদের কাছে ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে টাকা আদায় করে আসছিল। এ চক্রটির বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও পুলিশ চক্রটির সদস্যদের আটক করতে পারছিল না। অবশেষে এ চক্রটির মূলহোতা মিজানুর রহমান মিজান (৩৫) কে আটক করতে সক্ষম হয়েছে র্যাব-৮ সদস্যরা।
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি দল বুধবার সন্ধ্যায় শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিযান চালায়। এসময় ছদ্ববেশী র্যাব সদস্যরা মিজানকে আটক করে।
র্যাবের জিজ্ঞাসাবাদে মিজান জানিয়েছে, শহরের বিত্তশালী ব্যক্তিদের টার্গেট করে তার সহযোগী মহিলাদের টোপ হিসাবে ব্যবহার করে ঘনিষ্টতার সুযোগ দিয়ে অশ্লীল ও আপত্তিকর ছবি তুলে রাখা হয়। পরবর্তীতে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্বজনদের কাছে ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে টাকা আদায় করা হতো।
র্যাব-৮ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মুকুর চাকমা জানান, আপত্তিকর ছবি ও ভিডিও ধারনের মাধ্যমে ফরিদপুর শহরের একজন ব্যক্তির কাছ থেকে হুমকির মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ আসে মিজানের বিরুদ্ধে।
এ চক্রটির বিরুদ্ধে থানায় মামলা হয়। সেই মামলার সূত্র ধরে চক্রটির মূলহোতা মিজানকে আটক করা হয়। মিজানের বিরুদ্ধে কাতয়ালী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ধারা ৮(১)(২)(৭)তৎসহ ৩৮৫ মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সব কিছু স্বীকার করেছে।
চক্রটির অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে। আটক মিজানকে কোতয়ালী পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।