অনেক সময় এরকম হয় যে আপনি আপনার স্মার্টফোনে একই কন্টাক্ট নাম্বার দুইবার বা তিনবার সেভ হতে দেখবেন। অনেক সময় কন্টাক্ট লিস্টে একই নাম্বার বারবার দেখতে পাওয়া যায়। এ সমস্যা সমাধান যেভাবে করবেন তা আর্টিকেলে আলোচনা করা হবে।
অনেক সময় একই নাম বারবার চলে আসে বা একই নাম্বার একাধিকবার দেখতে পাওয়া যায় যা বেশ বিরক্তিকর। এটা সমাধান করতে হলে কন্টাক্ট নাম্বার একসাথে মার্জ করে ফেলতে হবে। তাহলে আর মাল্টিপল কন্টাক্ট নাম্বার আপনার স্মার্টফোনে দেখা যাবে না।
আমরা সাধারণত ডায়ালার ব্যবহার করে কল দিয়ে থাকি। কন্টাক্ট অ্যাপ থেকে কল দেই না। কন্টাক্ট অ্যাপ সাধারণত খুব বেশি ব্যবহার করা হয় না। ডায়ালার অ্যাপটি সাধারণত মানুষ বেশি ব্যবহার করে থাকে। অনেক সময় হিস্টোরি বা ফেভারিট অপশন থেকেও সরাসরি কল দেওয়া হয়। হোমস্ক্রিনে ডায়ালার শর্টকাট থেকেও আপনি সরাসরি কল দিতে পারেন। তবে যখন ডুপ্লিকেট কন্টাক্ট মার্জ করবেন তখন আপনাকে এই অ্যাপটি ব্যবহার করতেই হবে।
ডুপ্লিকেট কন্টাক্ট স্মার্ট ফোনে মার্জ করতে হলে নিচের স্টেপ গুলি অনুসরণ করতে হবে। আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার স্মার্ট ফোনে গুগল কন্টাক্ট অ্যাপটি ইন্সটল করা আছে। সাধারণত প্রত্যেক স্মার্টফোন এ এই গুগল এর কন্টাক্ট অ্যাপ থাকে। সব ধরনের এন্ড্রয়েড ডিভাইসের জন্যই গুগল এটি অফার করে। আপনার না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।
গুগল কন্টাক্ট অ্যাপ থেকে আপনার একাউন্টে লগইন করুন। প্রোফাইল আইকন বাটনে প্রেস করুন। এরপর ফিক্স অ্যান্ড ম্যানেজ অপশনে ট্যাপ করুন। সর্বশেষ মার্জ এন ফিক্স অপশন নির্বাচন করুন। এরপর গুগল তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের মাধ্যমে ডুপ্লিকেট কন্টাক্ট নাম্বারগুলি নির্বাচন করবে এবং সেগুলি মার্জ করে দিবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।