যদি এরকম হয় আপনার কম্পিউটারের স্ক্রিন কাজ করছে না বা আলো জ্বলছে না তাহলে যেসব স্টেপ আপনার নেওয়া উচিত সে সম্পর্কে আজকের আর্টিকেল এ আলোচনা করা হবে।
কিবোর্ড এর বাটনের সাহায্যে ব্রাইটনেস বাড়িয়ে দেখতে পারেন যে আলো আসে কিনা। কিবোর্ড এর ফাংশন কাজ করে কিনা এটা বোঝার জন্য এ পদ্ধতি টেস্ট করা হয়ে থাকে।
অন্য আরেকটি মনিটর লাগিয়ে দেখতে পারেন। যদি ডিসপ্লে কাজ করে তাহলে বোঝা যাবে আপনার ল্যাপটপের স্ক্রিন বা ডেস্কটপের মনিটরে কোন সমস্যা হয়েছে। পাশাপাশি পিসির ইন্টারনাল পার্টস এ কোন সমস্যা নেই।
মনিটরের ইনপুট চেক করে দেখুন। এইচডিএমআই বা ভিজিএ ইত্যাদি অনেকগুলা ইনপুট অপশন থাকতে পারে। সঠিক ইনপুট অপশন ব্যবহার না করলে কখনোই ডিসপ্লে তে কিছু দেখাবে না। তাছাড়া ক্যাবলের কোয়ালিটি ভালো না হলে একটা নির্দিষ্ট সময় পর তা নষ্ট হয়ে যেতে পারে। আবার যদি আপনার মনিটর 4K হাই রেজুলেশন সাপোর্ট করে তাহলে আপনাকে আল্ট্রা হাই স্পিড এইচডিএমআই কেবল ব্যবহার করতে হবে। তা না হলে ইনপুট না আসার সম্ভাবনাই বেশি।
এটাও হতে পারে যে কম্পিউটারের যে কোন একটি হার্ডওয়্যার আপনার পিসিকে বুট করতে দিচ্ছে না। তখন আপনার উচিত হবে অপ্রয়োজনীয় হার্ডওয়্যার যেমন প্রিন্টার, কিবোর্ড তা ইউএসবি থেকে খুলে ফেলুন এবং আবার কম্পিউটার চালু করে দেখুন।
আপনি যদি দুইটা মনিটর একসাথে ব্যবহার করতে চান তখন এরকম হতে পারে একটি মনিটরের ডিসপ্লে কাজ করছে এবং অন্যটির স্ক্রিন পুরোপুরি ব্ল্যাক। আপনি সেটিং অপশন থেকে মাল্টিপল ডিসপ্লে ফিচারটি চালু করে নিন। আপনার পিসি দুটি মনিটর একত্রে সাপোর্ট করবে কিনা সেটাও নিশ্চিত হয় নিন।
আরেকটি উল্লেখযোগ্য সমাধান হতে পারে মাদারবোর্ড থেকে র্যাম গ্রাফিক্স কার্ড এবং অন্যান্য হার্ডওয়্যার খুলে নিন। এরপর ময়লা ধুলোবালি থাকলে তা পরিষ্কার করে আবার লাগিয়ে নিন। এ পদ্ধতি অধিকাংশ সময় কাজ করতে পারে। তবে যদি মনিটরের ডিসপ্লে নষ্ট হয়ে যায় তাহলে তা ঠিক করা ব্যতীত এই সমস্যার সমাধান হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।