আপনার সিম ৪জি গতির কি না যেভাবে বুঝবেন

সিম ৪জি গতি

বর্তমানে বেশিরভাগ দেশেই ৫জি গতির ইন্টারনেট ব্যবহার হচ্ছে। আমাদের দেশে অনেকদিন আগেই চালু হয়েছে ৪জি। জাপানে এরই মধ্যে ৬জি চালু হয়েছে। তবে আপনার সিম এখনো ৩জি নাকি ৪জি জানেন কি? এটা খুব সহজেই নিজের ফোন থেকে জেনে নিতে পারবেন।

সিম ৪জি গতি

জেনে নিন উপায়-

রবি

গ্রাহক তার মোবাইলের কিপ্যাড অথবা ডায়াল অপশনে গিয়ে *১২৩*৪৪# লিখে ডায়াল বাটন চাপলে ফিরতি এসএমএস-এ জানিয়ে দেওয়া হয়, সিম ও সেটটি ফোরজি কি না। এয়ারটেল গ্রাহকরাও একইভাবে জানতে পারবেন। এছাড়া সিম বদলে ফোরজি সিম নিতে গ্রাহকের খরচ হবে ১০০ টাকা।

গ্রামীণফোন

মোবাইলের কিপ্যাড অথবা ডায়াল অপশনে গিয়ে *১২১*৩২৩২# লিখে ডায়াল বাটন চাপলে ফিরতি মেসেজে জানা যাবে, সিমটি ফোরজি কি-না। এ ছাড়া যারা সিম বদল করেত চান-তারা ১১০ টাকার বিনিময়ে ফোরজি সিম নিতে পারবেন। তবে ‘জিপি স্টার’ গ্রাহকরা বিনা খরচে সিম বদল করতে পারবেন।

যে শর্তে ‘দরদ’ সিনেমায় চুক্তিবদ্ধ শাকিব খান

বাংলালিংক

বাংলালিংকের সিম বদলে নিতে গ্রাহককে কোনো খরচই দিতে হবে না। বিনামূল্যে অপারেটরটি গ্রাহকদের সিম বদলে ফোরজি সিম দিচ্ছে। এ ছাড়াও গ্রাহকরা মেসেজ অপশনে গিয়ে ফোরজি লিখে ৫০০০ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে, সিমটি ফোরজি কি না।