আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সেনাবাহিনীকে দেশটির ক্ষমতা হাতে তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সাথে এক ভিডিও সভায় তিনি এই আহ্বান জানান।
প্রেসিডেন্ট জেলেনস্কির কাছ থেকে ইউক্রেন সেনাবাহিনীকে ক্ষমতা কেড়ে নিতে বলেছেন পুতিন। তিনি বলেন, ‘আমি আরও একবার ইউক্রেন সেনাবাহিনীর কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা কোনো নাৎসি ও কট্টর জাতীয়তাবাদীকে ক্ষমতায় রাখবেন না, যারা আপনাদের স্ত্রী,সন্তান ও আত্মীয় স্বজনদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে।’
পুতিনের দাবি, সেনাবাহিনী ক্ষমতা তাদের হাতে নিলেই সংকট সমাধানের সমঝোতায় পৌঁছানো সহজ হবে। জেলেনস্কি তার সেনাদের নিজের সবটুকু দিয়ে দেশরক্ষায় কাজ করার আহ্বান জানানোর পরই পুতিন ইউক্রেন সেনাদের পাল্টা পরামর্শ দিলেন।
সূত্র: স্কাই নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।