আপনি কি খন্দকার আমজাদ আলীকে চেনেন?

আর রাজী : এবারের একুশে পদক প্রাপ্তদের তালিকায় অন্তত একজন আছেন, আমি নিশ্চিৎ, দেশের হাতে গোণা দুই একজন মাত্র তাঁকে চেনেন। আমিও চিনতাম-জানতাম না যদি-না খন্দকার আমজাদ আলী আমাদের পরিবারের কেউ না হতেন।

এটা হয়তো খুব অবাক করা না, কিন্তু যখন কাউকে কোনো রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়, তখন কিছুটা বিবরণ না দেওয়াটা পদকপ্রাপ্ত আর দেশবাসী দু’ পক্ষের জন্যই সম্ভবত অস্বস্তিকর। অনেকের মনে হতে পারে মুক্তিযোদ্ধা পরিচয়টুকুই যথেষ্ট, হয়তো তাই, কিন্তু আমজাদ চাচা সম্পর্কে এইটুকু বললে, তাঁর যে অবদান তার খুব অল্পই বলা হয়।

খন্দকার আমজাদের কৃতিত্ব সম্পর্কে অন্তত এইটুকু বলা দরকার যে, আজ যা বিশ্ব ঐতিহ্যের অংশ, বঙ্গবন্ধুর সেই সাতই মার্চের ভাষণের ভিডিওর ট্রাঙ্ক বোঝাই ক্যান্ড ফিল্ম সরকারের ফিল্ম ডিভিশন থেকে বের করার পর মুক্তিযুদ্ধের পুরো সময়টা সংরক্ষণ করেছেন তিনি। তিনি এই ভাষণের ভিডিওর ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করেছিলেন এবং মৃত্যুর ঝুঁকি নিয়ে ঢাকা থেকে বের করে মুক্তিযুদ্ধের পুরোটা সময় নানান স্থানে লুকিয়ে রেখেছেন এবং দেশ স্বাধীনের পর তা ফিরিয়ে দিয়েছেন রাষ্ট্রকে।

না, কোনো স্বীকৃতির আশায় এই অসম্ভব ঝুঁকিপূর্ণ কাজ তিনি করেননি। কিন্তু স্বাধীন এই রাষ্ট্রের কর্তব্য ছিল তাঁর এই অভাবনীয় গুরুত্বপূর্ণ ও দুঃসাহসী কাজের স্বীকৃতি দেওয়া। রাষ্ট্র তা দিয়েছে অনেক অনেক বিলম্বে, তাঁর জীবন সায়াহ্নে।

এই স্বীকৃতিটুকু খন্দকার আলী আমজাদকে সুখী করেছে নিশ্চিত কিন্তু অকস্মাৎ পদকপ্রাপ্তিতে খুশি হয়ে ওঠা এই বৃদ্ধের জীবনের ভার লাঘবে এই পদক কি কোনো ভূমিকা রাখবে? কিংবা সারা জীবন ঢাকায় সরকারি বাসায় থাকার পরও যে মানুষটিকে অনিচ্ছায়, অনেকটা নিরুপায় হয়ে ঢাকা শহরের জীবন ছেড়ে চলে যেতে হয়েছে একেবারে নিভৃতে, লোকচক্ষুর অন্তরালে তাঁর জীবনে কি কোনো পরিবর্তন আনবে এই পদক?

আমার শঙ্কা হচ্ছে, রাষ্ট্রীয় স্বীকৃতিতে উজ্জ্বল হয়ে ওঠা এই মুখ অচিরেই হয়তো আবার দীপ্তিহীন হয়ে যাবে। উনি জানবেন, এই পদক প্রাপ্তিতে পাশের বাসার মানুষটির মধ্যেও কোনো প্রতিক্রিয়া হয় না, এক তোড়া ফুল বা এক প্যাকেট মিষ্টি নিয়েও কেউ আসে না অভিনন্দিত করতে! কেউ জানে না, কেন তিনি পেলেন একুশে পদক।

লেখক: শিক্ষক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়