আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দোনবাস, লুহানস্ক এবং ক্রিমিয়া উপদ্বীপের মর্যাদা কি হবে তা নিয়ে মীমাংসার পথ বের করার জন্য তিনি রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন। খবর পার্সটুডে’র।
মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। জেলেনস্কি বলেন, “দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলকে শুধুমাত্র রাশিয়া স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে অন্য কেউ নয়। তার পরেও এ দুটি প্রজাতন্ত্র এবং ক্রিমিয়া অঞ্চলের মর্যাদা কী হবে তা নিয়ে আলোচনা করে আমরা একটি সমাধানের পথ বের করতে পারি। এজন্য আমি রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছি।”
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন। এর ১৫ দিনের মাথায় এসে জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আলোচনার কথা বললেন। সোমবার রাশিয়া শর্ত দিয়েছে যে, ইউক্রেন যদি ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নেয় এবং দোনেস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তাহলে রাশিয়া তখনই সামরিক অভিযান বন্ধ করবে।
জেলেনস্কি আলোচনার কথা বললেও তার দেশের মানুষ রাশিয়ার বিরুদ্ধে সারাজীবন লড়াই করতে প্রস্তুত বলেও উল্লেখ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।