
আন্তর্জাতিক ডেস্ক: সাবেক আফগান মন্ত্রী সৈয়দ আহমদ শাহ সাদাতকে সম্প্রতি জার্মানিতে দেখা গেছে, সেখানে তিনি লেইপজিগ শহরে পিৎজা সরবরাহের কাজ করছেন।
বুধবার তার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে তাকে কমলা রঙের পোশাক পরা, পিঠে ব্যাগ নিয়ে সাইকেল চালাতে দেখা যায়। খবর ইন্ডিয়া টুডে।
সাইকেলে পিজ্জা সরবরাহের সময় একজন জার্মান সাংবাদিক রাস্তায় সাদাতকে দেখেছেন বলে দাবি করেছেন।
এক টুইটে ওই সাংবাদিক বলেন, কিছুদিন আগে, আমি একজন ব্যক্তির সঙ্গে দেখা করেছিলাম। যিনি নিজেকে দুবছর আগে আফগানিস্তানের যোগাযোগ ও প্রযুক্তি যোগাযোগ মন্ত্রী বলে দাবি করেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম তিনি লেইপজিগে কী করছেন। তিনি জানিয়েছেন, জার্মানিতে তিনি খাবার বিতরণের কাজ করেন।
জানা গেছে, আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসতেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন সাদাত। পাড়ি দেন জার্মানিতে। তবে দেশ ছাড়ার বছর খানেক আগেই তিনি তার পদ থেকে পদত্যাগ করেছিলেন।
Vor ein paar Tagen lernte ich einen Mann kennen, der behauptete, vor zwei Jahren afghanischer Kommunikationsminister gewesen zu sein. Ich fragte, was er in #Leipzig mache. „Ich fahre für Lieferando Essen aus.“ pic.twitter.com/nafutTTXqP
— Josa Mania-Schlegel (@JosaMania) August 21, 2021
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।