Advertisement

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মাঠে নামার আগে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে যাচ্ছেন দেশের ফুটবলের নতুন তারকা, ‘পোস্টারবয়’ হামজা চৌধুরী।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও সাবেক তারকা ফুটবলার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,
“এটা নিশ্চিত যে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচে খেলবে হামজা চৌধুরী। তার ক্লাবের সঙ্গে বিষয়টি চূড়ান্ত হয়েছে।”
বাফুফে সূত্রে জানা গেছে, ১৩ নভেম্বর রাত ৮টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ প্রীতি ম্যাচটি। তবে হামজা ঠিক কবে ঢাকায় আসবেন, তা এখনও নির্ধারণ হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



