টানটান উত্তেজনার ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। তবে সহজ জয়ের পথে থেকেও নাটকীয়ভাবে ম্যাচটিকে কঠিন করে ফেলেছিল টাইগাররা। দুই ওপেনারের ১০৯ রানের দুর্দান্ত উদ্বোধনী জুটির পরও রশিদ খানের স্পিন ঘূর্ণিতে মাত্র ৯ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের ব্যাটে ভর করে ৮ বল বাকি থাকতেই রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করে টাইগাররা।
১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন (৩৭ বলে ৫৪) ও তানজিদ হাসান তামিম (৩৭ বলে ৫১)। দুজনেই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন এবং ১১ ওভারেই ওপেনিং জুটিতে ১০৯ রান যোগ করে সহজ জয়ের ভিত গড়ে দেন।
কিন্তু ১১.৪ ওভারে পারভেজ আউট হতেই যেন শুরু হয় মহাবিপর্যয়। মঞ্চে এসে আফগান অধিনায়ক রশিদ খান একাই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান। তার স্পিন-বিষে সাইফ হাসান (০), তানজিদ তামিম, জাকের আলী (৬) ও শামীম হোসেন (০) দ্রুত সাজঘরে ফেরেন। তানজিম সাকিবও রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউ হলে বাংলাদেশের স্কোর ১০৯/০ থেকে মুহূর্তেই ১১৮/৬ এ পরিণত হয়।
ম্যাচ যখন চরম অনিশ্চয়তায়, তখন জয়ের জন্য শেষ ১২ বলে ১৬ রানের প্রয়োজন। ১৯তম ওভারে আজমতউল্লাহ ওমরজাই আক্রমণে এলে নুরুল হাসান সোহান প্রথম দুই বলেই দুটি বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচটিকে বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এরপর সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেন রিশাদ হোসেনকে। চতুর্থ বলে রিশাদ হোসেন দারুণ এক চার মেরে দলের রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ নবি (২৫ বলে ৩৮) ও রহমানউল্লাহ গুরবাজের (৩১ বলে ৪০) ব্যাটে ভর করে আফগানিস্তান ৮ উইকেটে ১৫১ রানের লড়াকু সংগ্রহ পায়। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব দুটি করে উইকেট নেন।
এই জয়ে বাংলাদেশ তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল। আগামীকাল অনুষ্ঠিত হবে সিরিজের পরবর্তী ম্যাচ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।