আফগানিস্তানে টানা তুষারপাত ও ভারী বৃষ্টিতে গত তিন দিনে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
শনিবার (২৪ জানুয়ারি) আফগানিস্তান ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএনডিএমএ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে জানায়, গত তিন দিনে তুষারপাত ও বৃষ্টিজনিত দুর্যোগে ৬১ জন নিহত এবং ১১০ জন আহত হয়েছে।
দেশের নীতিনির্ধারণে অংশ নেওয়ার জন্য যুবসমাজ পুরোপুরি প্রস্তুত: তারেক রহমান
একই সঙ্গে এই প্রাকৃতিক দুর্যোগে আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে মোট ৪৫৮টি ঘরবাড়ি। এএনডিএমএ জানায়, এসব হতাহতের ঘটনা ও ক্ষয়ক্ষতি বুধবার থেকে শুক্রবারের মধ্যে ঘটে। মূলত দেশের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশে এই দুর্যোগের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


