আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সেনাবাহিনী আফগানিস্তান থেকে চলে যাবার পর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখল করছে তালেবান। তাদের আক্রমণ ঠেকাতে না পেরে ভেঙে পড়ছে দেশটির নিরাপত্তা বাহিনী। ফলে আফগানিস্তানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মী এবং নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটিতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সৈন্যরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মার্কিন দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পাঠানো ৩ হাজার সৈন্যের প্রথম একটি দল কাবুলে পৌঁছাতে শুরু করেছে।
নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা সিবিএসকে জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাকি সৈন্যরাও আফগানিস্তানে পৌঁছাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
তালেবান যোদ্ধারা দেশজুড়ে লক্ষ্যবস্তুতে বহুমুখী আক্রমণ করে সরকারি বাহিনীকে হকচকিয়ে দিয়েছে। সরকারি নিরাপত্তা বাহিনীর কাছ থেকে আফগানিস্তানের আরও পাঁচটি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী তালেবান। এ নিয়ে গত আট দিনে আফগানিস্তানের মোট ৩৪টি প্রদেশের মধ্যে ১৮টির পতন হলো তালেবানের হাতে। শুক্রবার (১৩ আগস্ট) সকালে কান্দাহার ও লস্কর গাহ দখল করার পর তালেবান এদিন বিকেলে ঘোর প্রদেশের রাজধানী ফিরুজ কোহ, উরুজগানের রাজধানী টেরেনকোট, লোগারের রাজধানী পুল-ই-আলম ও বাদঘিসের রাজধানী কালা-ই নাও দখল করে নিয়েছে।
ফলে আগামী ৩০ দিনের মধ্যে তালেবানের সদস্যরা আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নিতে পারে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা আগে যে অনুমান করেছিলেন; সেটি ভুল প্রমাণিত হতে চলেছে। মার্কিন ওই নিরাপত্তা সূত্র বলছে, মার্কিন গোয়েন্দাদের ধারণার আগেই কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার হুমকি রয়েছে।
মার্কিন সেনা প্রত্যাহারে তালেবানের অবিশ্বাস্য সামরিক সাফল্যের দিকে আফগান সরকার তো বটেই, পুরো বিশ্বই অবাক হয়ে তাকিয়ে রয়েছে। কোথাও কোথাও লড়াই ছাড়াই তালেবানের কাছে পরাজয় স্বীকার বা আত্মসমর্পণ করছে সরকারি বাহিনী।
অবশ্য এই হামলা চালাতে তাদের অপেক্ষা করতে হয়েছে মার্কিন সেনা প্রত্যাহার পর্যন্ত। এর আগেই তারা ওয়াশিংটনের সঙ্গে চুক্তি সেরে রেখেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে তাদের ওপর হামলা করবে না। এই চুক্তির আরেক অংশ ছিল ওয়াশিংটন আফগান সরকারকে শত শত তালেবান বন্দীকে মুক্তি দিতে চাপ দেবে। এরপর মুক্তি পাওয়া অনেক তালেবান নেতা দ্রুতই লড়াইয়ে যোগ দিয়েছেন।
ফলে গত আট দিনের শ্বাসরুদ্ধকর সাফল্যে উজ্জীবিত তালেবান নেতাদের এখন আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে তারা আফগান সরকারকে নিঃশর্ত আত্মসমর্পণের প্রস্তাব দিতে পারেন। কাবুল যদি এখন তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় তবে তালেবান জোর করে তা দখল করবে।
এই পরিস্থিতিতে আফগানিস্তানে ফের সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। তবে তা মূলত স্বল্প সময়ের জন্য ও সেখানে অবস্থানরত দূতাবাসকর্মী ও নাগরিকদের নিরাপদে সরিয়ে আনার জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


