আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে একটি অনুষ্ঠানে ভয়াবহ বন্দুক ও রকেট হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ২৯ জন। তবে এ হামলা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দেশটির অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতা আবদুল্লাহ আবদুল্লাহ।
শুক্রবার দেশটির রাজধানী কাবুলে ভয়াবহ এই হামলার ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থ রয়টার্স।
আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মায়ার জানান, শুক্রবারের এ হামলার পর এ পর্যন্ত এম্বুলেন্সে করে আনা ২৭ জনের মৃতদেহ এবং আহত ২৯ জনকে পেয়েছেন তারা।
আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি এ হামলার কঠোর নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র এবং আফগান তালেবান জঙ্গিদের মধ্যে কাতারের দোহায় মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হওয়ার পর কাবুলে এটিই প্রথম বড় ধরনের হামলা। তবে এক বিবৃতিতে এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে তালেবান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।