জুমবাংলা ডেস্ক : আফগানিস্তানে বন্দুকধারীরে হামলায় ২৭ জন নিহত ও ২৯ জন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্যা নিউ ইয়র্ক টাইমস এর একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আফগানিস্তানের রাজধানী কাবুলে এ ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মায়ার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, এ পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে ২৭টি লাশ এবং ২৯ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
এ ঘটনায় আবদুল্লাহ আহত হলেও প্রাণে বেঁচে গেছেন বলে তার সহযোগী নিশ্চিত করেছেন।
আবদুল্লাহর মুখপাত্র ফ্রায়দুন কজান রয়টার্সকে জানান, হামলাটি একটি বোমা দিয়ে শুরু হয়। সম্ভবত অঞ্চলটিতে একটি রকেট হামলা করা হয়। তবে আব্দুল্লাহ ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা সুস্থভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ ঘানি এই হামলার নিন্দা করেছেন। এছাড়া তিনি এটিকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে অভিহিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।