স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় স্কোয়াড ঘোষণা করা হয়। দলে জায়গা হয়নি তারকা ক্রিকেটার মুজিব উর রহমানের। এই টুর্নামেন্টে আফগানদের নেতৃত্বে থাকছেন হাশমতউল্লাহ শহীদি।
দীর্ঘদিন চোটের কারণে দলের বাইরে থাকা ডানহাতি ওপেনার ইব্রাহিম জাদরান ফিরেছেন জাতীয় দলে। তিনি বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে ২২ গজ মাতিয়েছেন।
দলের ওপেনিংয়ে থাকছেন রহমানুল্লাহ গুরবাজ। আফগানদের ব্যাটিংকে শক্তিশালী করবেন রহমত শাহ, শহীদিরা। বোলিংয়ে আফগানদের মূল অস্ত্র রশিদ খানের সাথে থাকছেন ফজল হক ফারুকি, নুর আহমেদ ও এএম গাজানফার।
অবশ্য মুজিবের স্কোয়াডে না থাকার কারণ জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাচক আহমদ সুলেমান খিল। গণমাধ্যমে তিনি বলেন, মুজিবকে স্কোয়াডে রাখা হয়নি কারণ ডাক্তার তাকে কিছুদিনের জন্য শুধুই টি-২০তে মনোযোগ দিতে বলেছে। এজন্য ওয়ানডেতে ফিরতে তার কিছুটা সময় লাগবে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, ইকরাম আলী খিল, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, এএম ঘানজাফর, নুর আহমেদ, ফজল হক ফারুকি, ফরিদ আহমেদ মালিক ও নাভিদ জাদরান।
আগামী ২১ ফেব্রুয়ারি করাচিতে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন।
উল্লেখ্য, গ্রুপ পর্বে বাকি দুটি ম্যাচ তারা খেলবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে যথাক্রমে ২৬ ও ২৮ ফেব্রুয়ারি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।