এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিতে এখনো সমীকরণের মারপ্যাঁচে টিকে আছে বাংলাদেশ। তবে সেই স্বপ্ন পূরণে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে জয়টা বড্ড জরুরি। হংকংয়ের বিপক্ষে বড় জয় হাতছাড়া করায় শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য হিসাবের দিকেও।
এরই মধ্যে ম্যাচটিকে সামনে রেখে একাদশে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। প্রস্তুতি ম্যাচগুলোতে চার-ছক্কার ঝড় তুললেও মূল আসরে ব্যর্থ তানজিদ হোসেন তামিম ও পারভেজ হোসেন ইমন। শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানে ফিরেছেন দুজনই। তবু টিম ম্যানেজমেন্ট আরেকবার এই জুটিকেই সুযোগ দিতে পারে।
অধিনায়ক লিটন দাস তিন নম্বরে অবিচল থাকলেও চার নম্বরে প্রশ্ন উঠছে তাওহীদ হৃদয়কে ঘিরে। সবশেষ ১৪ ইনিংসে কোনো ফিফটি নেই তার নামে। বিকল্প হিসেবে ভাবনায় আছেন সাইফ হাসান, যিনি নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৬ রানের কার্যকর ইনিংস খেলেছিলেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ৮৬ রানের লড়াকু জুটি গড়ে ব্যাটিং লাইনআপে প্রাণ ফিরিয়েছিলেন জাকের আলী ও শামীম হোসেন। দুজনই নিশ্চিত জায়গা পাচ্ছেন একাদশে। অলরাউন্ডার হিসেবে থাকবেন শেখ মেহেদী হাসান।
রিশাদ হোসেন সাম্প্রতিক সময়ে ধার হারিয়েছেন। শেষ ছয় ইনিংসে চারটিতেই উইকেটশূন্য। তার বদলে ভালো ফর্মে থাকা বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে একাদশে দেখা যেতে পারে।
শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামে থাকা তাসকিন আহমেদ ফিরছেন নিশ্চিতভাবেই। তার সঙ্গে পেস আক্রমণে থাকবেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। বাদ পড়তে পারেন শরীফুল ইসলাম।
নো-হ্যান্ডশেক কান্ড নিয়ে ভারতের উদ্দেশে যা বললেন শোয়েব আখতার
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হোসেন তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়/সাইফ হাসান, জাকের আলী, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ/রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।