আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়ার পর নিজ নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ। ভয় আতঙ্কে দেশ ছেড়েছেন অনেক আফগান নাগরিকও। যারা দেশে আছেন তাদের মধ্যেও দুঃশ্চিন্তা ভর করেছে। বিশেষ করে সবচেয়ে বেশি ভয়ে আছেন দেশটির সংখ্যালঘু জনগোষ্ঠী।
আন্তর্জাতিক শক্তি সকলের নাগরিক অধিকার রক্ষার দাবি জানিয়েছে। এরই মধ্যে সংখ্যালঘু জনগোষ্ঠীর পাশে থাকার অঙ্গীকার করেছে প্রতিবেশি দেশ ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেছেন আফগানিস্তানের হিন্দু ও শিখদের আশ্রয় দেবে তার সরকার। মঙ্গলবার মন্ত্রীসভার নিরাপত্তা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
নরেন্দ্র মোদী বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আফগানিস্তানের সংখ্যালঘু হিন্দু ও শিখ সম্প্রদায়ের পাশে থাকবে ভারত। ভারত শুধু নিজ নাগরিকদের জানমাল রক্ষা করবে না, আফগান হিন্দু ও শিখ সম্প্রদায়ের জীবনের নিরাপত্তায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ব্যবস্থা নিতে বলেছেন মোদী।
আগেরদিন ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আফগানিস্তানের শরণার্থী হিন্দু ও শিখ সম্প্রদায়কে আশ্রয় দেয়ার কথা বলা হলেও মোদী দেশটিতে নিরাপত্তা ঝুঁকিতে থাকা আফগান হিন্দু-শিখ নাগরিকদের আশ্রয় দেয়ার কথাও জানান।
গতকাল ভারতীয় বিমানে করে দেশে ফিরেছেন আফগানিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডন, দূতাবাস কর্মী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ সদস্য ও গণমাধ্যম কর্মীদের ১৪০ জনের দল।
১৫ আগস্ট তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর দেশত্যাগ করেন প্রেসিডেন্ট আশরাফ গনি। তবে তিনি উজবেকিস্তান নাকি তাজিকিস্তান গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। পরে প্রেসিডেন্ট ভবন দখলে নেয় তালেবান যোদ্ধারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।