আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যান্য দেশের মতো আফ্রিকাতেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। দেশটিতে তিন থেকে ছয় মাসের মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বৃহস্পতিবার আফ্রিকায় অবস্থিত ডব্লিউএইচও’র জরুরি কার্যক্রম শাখার প্রধান মাইকেল ইয়াও এ শঙ্কার কথা উল্লেখ করে বলেন, এটি একটি সম্ভাব্য সংখ্যা যা যেকোনো সময় পরিবর্তন হতে পারে।
তিনি আরো বলেন, ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের সময়েও পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। তবে প্রতিনিয়ত মানুষের আচরণে পরিবর্তন আসার কারণে শেষ পর্যন্ত সেই পূর্বাভাস ভুল বলে প্রমাণিত হয়।
এক সংবাদ সম্মেলনে মাইকেল বলেন, করোনার প্রেক্ষাপট খুব দ্রুত ব্যাপকহারে পরিবর্তন হওয়ার কারণে দীর্ঘমেয়াদী কোনো পূর্বাভাস দেয়া একটি জটিল বিষয়।
বিশ্বের সবচেয়ে গরীব মহাদেশ আফ্রিকায় এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। এছাড়া সেখানে মৃত্যু হয়েছে প্রায় ৯০০ জনের। অন্যান্য মহাদেশের তুলনায় সেখানে মৃতের সংখ্যা এখনো অনেক কম। তবে দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার কারণে সেখানে এ সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।