Advertisement

স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপে ব্যাট এবং বল হাতে তান্ডব দেখিয়েছেন সাকিব। তবে নিজে পারফর্ম করলেও দল যে সেমিতে কোয়ালিফাই করতে পারেনি। তাই সাকিবের আক্ষেপ যে থেকেই যায়।
আর এই ব্যাপারেই জানিয়েছেন শোয়াব আক্তার নিজেই। নিজের ফেসবুক পেজেই শেয়ার দেন শোয়েব। এই ব্যাপারে তিনি বলেন ,’ আমি আফ্রিদি থেকে নম্বর নিয়ে সাকিবকে ফোন দিয়েছিকান। তাকে আমি অভিনন্দন জানিয়েছে। কিন্তু সাকিব আমাকে বললো শোয়েব ভাই আসলে কি নিজের দল যদি কোয়ালিফাই না করতে পারে তাহলে নিজের এই ফর্ম দিয়ে কোন লাভ হবে না।’
উল্লেখ্য যে ,’ দলের হয়ে ফর্ম করার পরে এবার কানাডার গ্লোবাল লীগ খেলতে যাওয়ার কথা আছে সাকিবের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



