স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় হিন্দু ক্রিকেটার সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া। স্রেফ হিন্দু ধর্মবলম্বী ক্রিকেটার হওয়ায় তাকে অনেক নোংরামির শিকার হতে হয়েছে বলে দাবি করেছেন তিনি।
আর এবার কানেরিয়ার অভিযোগের আঙুল উঠেছে সাবেক বিশ্বসেরা পাক অলরাউন্ডার শহীদ আফ্রিদির দিকে। দানিশ জানিয়েছেন, হিন্দু ধর্মাবলম্বী ছিলেন বলে আফ্রিদির ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে তাকে।
এর আগেও তিনি বলেছিলেন, হিন্দু ছিলেন বলেই পাকিস্তানের অনেক ক্রিকেটার তার সঙ্গে এক টেবিলে বসে খাবার খেতেন না। আর এবার তিনি জানান, তার ক্যারিয়ার শেষ করে দেওয়ার জন্য আফ্রিদি কোনও চেষ্টা বাকি রাখেননি।
সম্প্রতি কানেরিয়া বলেন, আমার ক্যারিয়ারের শুরু থেকে আফ্রিদি আমাকে খেলতে দিতে চাইত না। আমার ওয়ানডে ক্যারিয়ার সেই জন্যই শেষ হয়েছে। দশ বছরের ক্রিকেট জীবনে আমি মাত্র ১৬টি ওয়ানডে খেলেছি। আফ্রিদি ইচ্ছা করে আমাকে দল থেকে বাদ দিত। তখন ও পাকিস্তানের অধিনায়ক ছিল। আমি ভাল পারফর্ম করলেও সুযোগ পেতাম না। আফ্রিদি আমাকে বাদ দেওয়ার জন্য সবরকম চেষ্টা করত। ওর জন্যই আমার ওয়ানডে ক্যারিয়ার নষ্ট হয়েছে।
প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে ক্যারিয়ারে ৬১টি টেস্ট ম্যাচ ও ১৮টি ওয়ানডে খেলেছেন দানিশ কানেরিয়া। টেস্ট ক্রিকেটে মোট উইকেট শিকার করেছেন ২৬১টি ও ওয়ানডে ক্রিকেটে ১৫টি উইকেট শিকার করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।