দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা সত্ত্বেও আসন্ন সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে একই গ্রুপে পড়েছে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। ১৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)-এর সাতটি সদস্য দেশ।
রোববার (২০ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত হয় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠান। সেখানে সাতটি দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়। গ্রুপ ‘এ’-তে জায়গা পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপাল। অন্যদিকে, গ্রুপ ‘বি’-তে রয়েছে ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপ।
২০২৪ সালের সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের পারফরম্যান্সের ভিত্তিতে ড্রয়ের পট সাজানো হয়। শ্রীলঙ্কা ও ভারত ছিল প্রথম পটে, বাংলাদেশ ও পাকিস্তান দ্বিতীয় পটে, নেপাল ও ভুটান তৃতীয় পটে এবং একমাত্র দল মালদ্বীপ ছিল চতুর্থ পটে।
ড্র অনুযায়ী, স্বাগতিক হিসেবে শ্রীলঙ্কা ‘এ’ গ্রুপে এবং ভারত ‘বি’ গ্রুপে জায়গা পায়। এরপর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাংলাদেশের নাম আগে উঠলে তারা যায় ‘এ’ গ্রুপে এবং পাকিস্তান পড়ে ভারতের সঙ্গে ‘বি’ গ্রুপে। তৃতীয় পট থেকে নেপাল যায় ‘এ’ গ্রুপে, ভুটান ‘বি’তে এবং শেষ পট থেকে মালদ্বীপও যায় ‘বি’ গ্রুপে, ফলে সেই গ্রুপে চারটি দল হয়।
গ্রুপ বিন্যাস:
গ্রুপ পর্বে অংশগ্রহণকারী দলসমূহ
গ্রুপ ‘এ’:
শ্রীলঙ্কা (স্বাগতিক), বাংলাদেশ ও নেপাল।
গ্রুপ ‘বি’:
ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপ।
গ্রুপ ‘এ’-তে মোট তিনটি ম্যাচ হবে, প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। গ্রুপ ‘বি’-তে চারটি দল থাকায় হবে মোট ছয়টি ম্যাচ। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলকে ঘিরে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। খুব শিগগিরই জাতীয় দলের ক্যাম্প শুরু হবে বলে জানা গেছে। সাফ শিরোপা জয়ের লক্ষ্যে দলটি যেন সঠিকভাবে প্রস্তুতি নিতে পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে ফেডারেশন।
২০২৬ বিশ্বকাপের টিকিটের মূল্য প্রকাশ
সংক্ষেপে:
টুর্নামেন্ট তারিখ: ১৫-২৭ সেপ্টেম্বর, ২০২৫
আয়োজক দেশ: শ্রীলঙ্কা
সেমিফাইনালে উঠবে: প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল
বাংলাদেশের প্রতিপক্ষ: শ্রীলঙ্কা ও নেপাল
এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের পারফরম্যান্স কেমন হয়, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।