জুমবাংলা ডেস্ক : রাজধানী ঢাকার সদরঘাট এলাকায় কলেজিয়েট স্কুলের সামনে ওভার ব্রিজের নিচে মালামাল ভর্তি ভ্যান, রিকশা থেকে এক আনসার সদস্যর টাকা ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টা ৩০ মিনিটের দিকে ফেসবুকে বিভিন্ন গ্রুপে ভিডিওটি ভাইরাল হয়।এমনকি অনেকেই ভিডিও টি পোস্ট করে বিভিন্ন মন্তব্য করেন।
নাজমুল হক নামে একজন লেখেন, সদরঘাটের এই ঘটনা শুধু আজকের না। প্রতিদিনই এমন ঘটনা চোখে পড়ে। তাদের হাতে টাকা না দিলে যেতে দেয়া হয় না।এদের জন্য পুরো বাহিনীর সুনাম নষ্ট হয়। অপু সেন নামে একজন মন্তব্য করেন, এই টাকা সরকারের কোনো ফান্ডে জমা হবে কি?
রফিক নামের একজন ফেসবুক কমেন্টে লেখেন, ঘুষ নেওয়াটা অনেকটা এখন স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। যারা ঘুষ নিচ্ছেন বা দিচ্ছেন তারা কেউই মনে করছেন না যে এটা একটি দণ্ডনীয় অপরাধ। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তপক্ষকে আরও কঠিন পদক্ষেপ নিতে হবে।
এ ব্যাপারে জানতে চাইলে মুঠোফোনে কোতোয়ালি থানার ওসির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলে ওপাশ থেকে ফোন রিসিভ হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।