নিজস্ব প্রতিবেদক: সারে চার মাস না যেতেই আবারও ডেপুটি গভর্নরদের দায়িত্ব পুনর্বণ্টন করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে দ্বিতীয় দফায় ক্ষমতা কমানো হলো ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানের।
দুই দফায় ২২টি বিভাগের দায়িত্ব তার কাছ থেকে সরিয়ে নিয়ে অন্য ডেপুটি গভর্নরদের মাঝে বণ্টন করা হয়েছে। এর মধ্যে প্রথম দফায় রিজার্ভ এবং দ্বিতীয় দফায় মানবসম্পদ বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ নতুন ১২টি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকে সংস্কারের অংশ হিসেবে গভর্নর আব্দুর রউফ তালুকদার এই দায়িত্ব পুনর্বণ্টন করেছেন বলে বাংলাদেশ ব্যাংকের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে এসব রদবদল কেন করা হয়েছে, এ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি বাংলাদেশ ব্যাংক।
গত ১২ জুলাই দেশের ১২তম গভর্নর হিসেবে যোগ দেন আবদুর রউফ তালুকদার। দায়িত্ব নিয়ে ঘোষণা দিয়েছিলেন, কেন্দ্রীয় ব্যাংককে বুদ্ধিবৃত্তিক, পেশাদারিত্ব ও প্রকৃত নিয়ন্ত্রক সংস্থা হিসাবে প্রতিষ্ঠা করা হবে। কিন্তু এসব পদক্ষেপ বাস্তবায়নে খোদ কেন্দ্রীয় ব্যাংকের মধ্যেই বাধা সৃষ্টি হচ্ছিল বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
এর জের ধরে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতার কাঠামোতে সংস্কার শুরু করেন গভর্নর। গত ৩১ জানুয়ারি ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানের দায়িত্ব পুনর্বণ্টন করে ৮টি বিভাগের দায়িত্ব অন্য একজন ডেপুটি গভর্নরের হাতে দেয়া হয়। এর মাধ্যমে তার দায়িত্বাধীন বিভাগ ২২টি থেকে কমে ১৪টিতে দাঁড়ায়। এতে ব্যাংক খাতে একটা স্বস্তির বাতাস বয় বলে বিভিন্ন ব্যাংকাররা আলাপচারিতার সময় জানিয়েছেন।
এরপর মঙ্গলবার (২০ জুন) এক অফিস আদেশের মাধ্যমে মানবসম্পদসহ তার দায়িত্বাধীন ১৪টি বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে নতুন ১২টি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে কাজী ছাইদুর রহমানকে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মাঝে এই খবর ছড়িয়ে পড়লে তাদের খুশি প্রকাশ করতে দেখা যায়। আগামী ২ জুলাই থেকে এই আদেশ কার্যকর হবে।
এই দফায় মূলত দায়িত্ব পুনর্বণ্টিত হয় কাজী ছাইদুর রহমান ও সদ্য নিয়োগ পাওয়া ডেপুটি গভর্নর নূরুন নাহারের মাঝে। আগামী ১ জুলাই থেকে ডেপুটি গভর্নর আহমেদ জামালের স্থলাভিষিক্ত হবেন নূরুন নাহার। দীর্ঘদিন কাজী ছাইদুর রহমান যে বিভাগগুলোর দায়িত্ব পালন করছিলেন সেগুলো দেয়া হয়েছে নতুন ডেপুটি গভর্নরের অধীনে।
বাংলাদেশ ব্যাংকের অফিস আদেশে দেখা গেছে, পুনর্বণ্টনের মাধ্যমে কাজী ছাইদুর রহমানের বর্তমান দায়িত্বাধীন বিভাগগুলো হচ্ছে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট, একাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্ট, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ-৮, পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্ট, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, গবেষণা বিভাগ, মনিটারি পলিসি ডিপার্টমেন্ট, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিপার্টমেন্ট, কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১ ও কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-২।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।