জুমবাংলা ডেস্ক : লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় কৃষকের উৎপাদিত কৃষিপণ্য পরিবহনের জন্য গত ১ মে থেকে তিনটি রুটে বিশেষ পার্সেল স্পেশাল ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে। এসব রুটে পণ্য পরিবহনে কৃষকের আগ্রহ না থাকায় পার্সেল স্পেশাল ট্রেনের রুট পরিবর্তন করতে হচ্ছে বারবার।

পার্সেল ট্রেন চালুর তিন দিনের মাথায় দুটি রুটের ট্রেন চলাচল বন্ধ ও একটি রুটের ট্রেন চলাচল পরিবর্তন করে রেল কর্তৃপক্ষ। এবার আরও একটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। চট্টগ্রাম-ঢাকা রুটের পার্সেল স্পেশাল ট্রেনটি এখন থেকে চট্টগ্রাম-সরিষাবাড়ী রুটে চলাচল করবে।
বুধবার (৬ এপ্রিল) পূর্বাঞ্চলের রেলওয়ের চিফ অপারেটিং সুপারিটেনডেন্টের কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়েছে।
গত দুদিন আগে প্রথম দফায় ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে চলাচল করা পার্সেল স্পেশাল ট্রেনটির রুট পরিবর্তন করে সোমবার ৪ মে থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে চালানো হয়।
এছাড়া পার্সেল স্পেশাল ট্রেন চালুর প্রথম দিন থেকেই খুলনা থেকেও একটি পার্সেল ট্রেন চালুর কথা ছিল। কিন্তু কোন পণ্য না পাওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। পার্সেল ট্রেন চালুর তৃতীয় দিনে চট্টগ্রাম রুটের পার্সেল ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে।
উল্লেখ, করোনা ভাইরাসের কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে মালবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



