জুমবাংলা ডেস্ক: মৌলভীবাজারের সীমান্ত উপজেলা জুড়ীর কচুরগুল থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে বানরটিকে বন বিভাগের পরামর্শে সংরক্ষিত লাঠিটিলা বনে অবমুক্ত করা হয়।
বন বিভাগ ও স্থানীয়রা জানিয়েছেন, জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের কচুরগুল এলাকার গ্রাম্য একটি বাজারের আশরাফুল নামে এক ব্যক্তির ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে লজ্জাবতী বানরটি ঘোরাঘুরি করছিল। ব্যবসায়ী আশরাফুল তা দেখে সহযোগী আরও কয়েকজন মিলে বানরটিকে আটক করেন। এ খবর খোরশেদ নামে স্থানীয় এক পরিবেশকর্মী জানতে পারেন।
পরে শনিবার তিনি আশরাফুলের বাড়িতে গিয়ে তাকে বুঝিয়ে লজ্জাবতী বানরটি উদ্ধার করে নিয়ে আসেন। বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে তাদের পরামর্শে শনিবার রাতেই বানরটিকে সংরক্ষিত লাঠিটিলা বনে অবমুক্ত করা হয়।
পরিবেশবাদীদের অভিযোগ, অবাধে পাহাড়-জঙ্গল কেটে ফেলায় বনে খাদ্যাভাব তীব্র আকার ধারণ করেছে। এর ফলে প্রায়ই বন্যপ্রাণী লোকালয়ে বেরিয়ে আসছে।
লজ্জাবতী বানর সংকটাপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত। মৌলভীবাজারে এ পর্যন্ত অসংখ্য লজ্জাবতী বানর উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।
বন অধিদফতরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কমকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, লজ্জাবতী বানর বাংলা লজ্জাবতী বানর (Bengal Slow Loris) নামেও পরিচিত। মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান, সাতছড়ি জাতীয় উদ্যান, রেমা কালেঙ্গা বনবিটসহ সিলেট ও চট্টগ্রামের ঘন গহীন বনে এদের দেখা যায়। নিশাচর এই প্রাণীটি গাছের উঁচু ডালে উল্টো হয়ে ঝুলে থাকে ও খুব ধীরে চলাচল করে। বানরের অন্য প্রজাতির মতো যত্রতত্র ঘোরাঘুরি না করে সব সময় নিজেকে আড়াল রাখতে পছন্দ করে। মূলত গাছের কচিপাতা, আঠা, ফলমূল, ছোট পোকামাকড়, পাখির ডিম খেয়ে থাকে। তবে মজার বিষয় হচ্ছে খাওয়ার জন্য এরা হাত ব্যবহার না করে সরাসরি মুখ লাগিয়ে খায়। বছরে একবার মাত্র একটি বাচ্চা দেয় এই প্রাণীটি।
তিনি বলেন, দেশের বনাঞ্চলে ঠিক কতটি লজ্জাবতী বানর রয়েছে তার সঠিক কোনো হিসাব নেই। তবে বন উজাড় এবং খাদ্য ও আবাসস্থল সংকটের কারণে সুন্দর এই প্রাণীটি হারিয়ে যেতে বসেছে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) লজ্জাবতী বানরকে ‘সংকটাপন্ন’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বন্যপ্রাণী আইন-১৯৭৪ ও বন্যপ্রাণী আইন-২০১২-এর তফসিল-১ অনুযায়ী এই প্রজাতিটি সংরক্ষিত। তাই এই প্রাণীটি হত্যা, শিকার বা এর যে কোনো ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।