আবারও সাগরে ভাসবে বিখ্যাত টাইটানিক। প্রায় একশ বছর আগে আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল বিলাসবহুল এই জাহাজ। তবে, সম্প্রতি অস্ট্রেলিয়ার এক ধনকুবের টাইটানিক-টু তৈরির ঘোষণা দিয়েছেন। ১৯১২ সালের ১৪ এপ্রিল। ইংল্যান্ড থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার পথে বরফের ধাক্কায় ডুবে যায় বিখ্যাত জাহাজ টাইটানিক।
এ বিশেষ জাহাজের সঙ্গে ডুবে আছে হাজারো স্মৃতি। পাশাপাশি রেখে গেছে অনেক প্রশ্ন ও কৌতূহল। জেমস ক্যামেরুনের নির্মাণ করা টাইটানিক সিনেমাটি অস্কার জিততে সক্ষম হয়েছে। তবে টাইটানিক নিয়ে মানুষের উন্মাদন এখনো কমে যায়নি। একশ বছরের বেশি সময় হয়ে গেছে টাইটানিক ডুবে যায়।
তবুও অনেক মানুষের কাছে এটি এখনো স্বপ্নের জাহাজ হিসেবে রয়ে গেছে। বিখ্যাত জাহাজ টাইটানিককে কেন্দ্র করে রচিত হয়েছে অসংখ্য লোককথা ও কৌতুহল। সমস্ত কৌতুহল সঙ্গে নিয়ে এবার সাগরে ভাসতে যাচ্ছে টাইটানিক-টু। হুবহু টাইটানিকের আদলে তৈরি হবে নতুন জাহাজটি।
সাম্প্রতিক সময়ের সিডনি অপেরা হাউজের সংবাদ সম্মেলন করে নতুন টাইটানিক সাগরে ভাসানোর ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ব্লু স্টার লাইন কোম্পানি। তবে টাইটানিক-টু বানানোর ঘোষণা দেওয়ার বিষয়টি এবারই প্রথম নয়। ২০১২ এবং ২০১৮ সালে কোম্পানিটি একই ঘোষণা দিয়েছিল।
২০১৮ সালের পর পেরিয়ে গেছে ছয়টি বছর। এরপর আবার একই ঘোষণা দেওয়া হয়েছে এ কোম্পানি থেকে। তখন টাইটানিক-টু নির্মাণের ঘোষণা দেওয়ার পর কোম্পানিটি বেশ সমস্যায় পড়েছিল। ব্লু স্টার লাইন কোম্পানিটি 2012 সালে ঘোষণাটি দেয়ার পর চীন সরকারের সাথে চুক্তি নিয়ে সমস্যা করে। ২০১৮ সালের পর করোনা সংক্রান্ত জটিলতার সম্মুখীন হতে হয়।
টাইটানিক-টু জাহাজের নিরাপত্তার কথা মাথায় রেখে বেশ কিছু পরিবর্তন আনা হবে। অসংখ্য লাইটবোটের সঙ্গে নেভিগেশন এবং রাডার সিস্টেম যুদ্ধ থাকবে। ৮৩৫টি ডাইনিং টেবিল দেওয়া থাকবে এটির ভেতরে। যাত্রীর ধারণ ক্ষমতা হবে ২৩৪৫ জন। জাহাজের অর্ধেক সংরক্ষিত থাকবে প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য। লম্বা ডাইনিং টেবিলে খাওয়ার ব্যবস্থা থাকবে যেমনটা মূল টাইটানিক জাহাজেও ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।