Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ফের জম্মু-কাশ্মীরে ভয়াবহ হামলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। এসময় সেনাদের পাল্টা হামলায় নিহত হয় আরও দুইজন।
বুধবার (৫ফেব্রুয়ারি) শ্রীনগরের পরীম পোড়ায় একটি চেকপোস্টে পাল্টাপাল্টি হামলায় এ ঘটনা ঘটে। নিহত সেনা একজন সিপিআরএফ (কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী)।
ভারতীয় সেনাবাহিনী বলছে, হামলার পাল্টা জবাবে নিহত দুইজন জঙ্গী। তাদের কাছ কাছ থেকে একে-৪৭ রাইফেল, ম্যাগাজিন ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই জম্মুর কাছে নাগরোটার টোল প্লাজায় জম্মু ও কাশ্মীর পুলিশ গুলিতে নিহত হয় তিন সন্ত্রাসবাদী। সেখানে তারা পুলিশের উপর হামলা করার অপেক্ষায় ছিল। তবে রুখে দেয় ভারতীয় সেনা। সূত্র : ইন্ডিয়া টুডে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।