আবারো দল বদল করলেন মাহাথির মোহাম্মদ

মাহাথির

আবারো দল বদল করলেন মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক: আধুনিক মালয়েশিয়ার জনক ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ফের দল বদল করেছেন। অল্প পরিচিত বুমিপুতেরা পারকাসা মালয়েশিয়া (পুত্রা) নামের দলে যোগ দিয়েছেন ৯৭ বছর বয়সী নেতা। খবর স্ট্রেইটস টাইমস।

মাহাথির মোহাম্মাদসহ তার প্রতিষ্ঠিত পেজুয়াং তানাহ এয়ার দলের আরো ১৩ জন সম্প্রতি পুত্রায় যোগ দিয়েছেন। পেজুয়াংয়ের সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরমিন বানিয়ান পাহামিন ফেসবুক পোস্টে এ তথ্য দেন।

আরমিন বলেন, ‘সফল হওয়ার জন্য মিশন ও লক্ষ্য স্পষ্ট হতে হবে। মালয়েশিয়ার জনগণ, দল ও সংগঠনের ঐক্যের জন্য আমাদের মূল লড়াই।’

নতুন দলে মাহাথির কোনো পদে থাকবেন কি-না সে বিষয়ে এখনো জানা যায়নি।

মাহাথির গত সপ্তাহে জানিয়েছিলেন, পুত্রা দলের প্রধানের কাছ থেকে উপদেষ্টা হিসেবে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন। সেই প্রস্তাব বিবেচনা করছেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই আমন্ত্রণ গ্রহণ না করার কোনো কারণ দেখছি না। কিন্তু প্রস্তাবটি বিবেচনা করার জন্য আমি সময় নিচ্ছি। পুত্রায় যোগদানের প্রস্তাব আমার রাজনৈতিক সংগ্রামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যদি উপযুক্ত মনে করি, তাহলে সদস্য হওয়ার জন্য আবেদন করব। যদি তারা আমাকে উপদেষ্টা হিসেবে চায়, তাহলে আমি সেটাও হতে পারি।’

সম্প্রতি ২০২০ সালে নিজের প্রতিষ্ঠিত দল পেজুয়াং ত্যাগের ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী। এর আগে নভেম্বরে অনুষ্ঠিত ১৫তম সাধারণ নির্বাচনে পেজুয়াংয়ের নেতৃত্বে গেরাকান তানাহ এয়ার (জিটিএ) জোট গড়েছিলেন। ওই নির্বাচনে মাহাথিরের সঙ্গে সম্পৃক্ত সব নেতার আমানত বাজেয়াপ্ত হয়। এমন ভরাডুবির পর পেজুয়াংয়ের চেয়ারম্যানের পদ ত্যাগ করেন মাহাথির।

৫১২ কেজি পিঁয়াজ বিক্রি করে কৃষকের লাভ ২ রুপি! ভাইরাল রসিদের ছবি