আবারো হাসপাতালে দীপিকা

দীপিকা

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবারো অসুস্থ হয়ে পড়েছেন। তাকে মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে হঠাৎ শরীরে অস্বস্তি অনুভব করায় দীপিকাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। দীপিকার টিমের তরফ থেকে কিছু জানানো না হলেও সূত্রের খবর, আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন এই অভিনেত্রী।
দীপিকা
এর আগে চলতি বছরের জুনে হায়দরাবাদে প্রভাসের সঙ্গে প্রোজেক্ট কে-এর শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েছিলেন দীপিকা। সেই সময় হায়দরাবাদের কামিনেনি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরে সামান্য চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।

দীপিকাকে সর্বশেষ দেখা গেছে ‘গেহরাইয়া’ সিনেমায়। এরপর তাকে দেখা যাবে শাহরুখের সঙ্গে ‘পাঠান’ সিনেমায়। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে এটি।

অন্যদিকে ঋত্বিক রোশনে বিপরীতে ‘ফাইটার’ সিনেমায় কাজ করছেন দীপিকা। এছাড়াও প্রভাসের বিপরীতে দেখা যাবে ‘প্রজেক্ট কে’-তে।

প্রসেনজিৎ-শ্রাবন্তীর মধ‍্যে তিন বিয়ে নিয়ে খোঁচা!