জুমবাংলা ডেস্ক : দীর্ঘদিন ধরে অবৈধ কার্যকলাপ চলছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুরে ঈশা খাঁ সিএনজি স্টেশন-সংলগ্ন রয়েল গেস্ট হাউস নামের আবাসিক হোটেলে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় ওই হোটেলে অভিযান চালিয়ে এক নারীসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
দাউদকান্দি থানা পুলিশ সূত্র জানায়, হোটেল রয়েল গেস্ট হাউজ থেকে তিনজনকে আটকের খবর পেয়ে ছুটে ঘটনাস্থলে ছুটে যান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ। এসময় তিনি একজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। এছাড়া হোটেলটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানা বলেন, দাউদকান্দি উপজেলার মধ্যে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ হতে দেয়া হবে না। দাউদকান্দি হবে অনৈতিক কার্যকলাপ মুক্ত উপজেলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।