‘আব্বু আব্বু আমাকে আদর দাও, আমাকে চুমু দাও’

জুমবাংলা ডেস্ক: ‘আব্বু আব্বু আমাকে আদর দাও, আমাকে চুমু দাও।। আজ সকালে ঘুম থেকে উঠেই আমার ছোট মেয়ে মাহিয়ান ইসলাম (প্রত্যাশা) এমনটাই আবদার করে বসলো।। আমি ওকে বললাম মামনি যখন সব ঠিক হয়ে যাবে তখন তোমাকে অনেক আদর দিবো।।

সে বললো আজ আমার জন্মদিন আজকে অন্তত আমাকে চুমু দাও। কি বলবো ভাষায় বুঝাতে পারবো না।
কতদিন ওকে কোলে নিয়ে আদর করিনা। আগে বাহিরে থেকে এলেই কোলে ঝাঁপিয়ে পড়তো।

এই মহামারী করোনা সব পাল্টিয়ে দিলো, বাচ্চাদের সামান্য আবদারও পূরণ করা যাচ্ছে না।।

মহামারী করোনার সংক্রমণ রোধে শুরু থেকেই আমি একরকম পরিবারের সকল সদস্যদের থেকে যতোটুকু সম্ভব দূরত্ব বজায় রেখেই চলছি।। কারণ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জরুরী প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতে হয়।।

করোনা শুরু থেকেই পরিবারের সকল সদস্যরাই চারদেয়ালের মাঝেই বন্দী। কিভাবে সম্ভব মাসের পর মাস চারদেয়ালে বন্দী থেকে এমন জীবন কাটানো ? একটি বারের জন্যও বাচ্চারা বলে না বাহিরে যাবো।।

শুধু বলে আব্বু কবে করোনা চলে যাবে?

করোনা মানুষের স্বাভাবিক জীবন-জীবিকা যে স্থবির করে দিয়েছে কিছুটা হলেও হয়তো এই শিশুগুলো বোঝে।।

আমার ছোট মেয়ের আজ ৫ম তম জন্মদিন।। সকলেই ওদের জন্য দোয়া করবেন ওরা যেনো মানুষ পরিচয়ে গড়ে উঠতে পারে..আমিন।’

(লেখাটি বিটিভির সাংবাদিক মাজেদুল ইসলাম পাপেলের ফেসবুক টাইমলাইন থেকে হুবহু কপি করা)

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *