জুমবাংলা ডেস্ক : বরগুনার আমতলীতে করোনায়ভাইরাসে স্বামী আক্রান্ত হওয়ার চার দিন পরে স্ত্রীও আক্রান্ত হয়েছেন। আক্রান্তের বাড়ি উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ি গ্রামে। তার বয়স ২৫ বছর। তিনি সম্প্রতি তার স্বামীর সাথে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ফিরেছেন। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ৯ এপ্রিল একজনের মৃত্যু হয়েছে। প্রশাসন আক্রান্তের বাড়িটি গত ১৯ এপ্রিল থেকেই লকডাউন করে রেখেছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, গত ১৯ এপ্রিল স্বামীর করোনা পজিটিভ হওয়ার পরের দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর থেকে করোনাভাইরাসে আক্রান্ত স্ত্রীর নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) পাঠানো হয়। এরপর গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তার রিপোর্ট হাসপাতালে এসে পৌছায়। রিপোর্টে তাকেও পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, ‘গত ১৯ এপ্রিল স্বামীর করোনা পজিটিভ রিপোর্ট আসার পরের দিন করোনায় আক্রান্ত ব্যক্তির স্ত্রীর নমুনা নিয়ে ঢাকা আইইসিডিআর পাঠাই। গতকাল রাতে তার রিপোর্ট হাসপাতালে এসে পৌঁছে। রিপোর্টে তাকে করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়েছে। তিনিও হোম আইলোশনে আছে সেখানেই তাকে চিকিৎসা দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, ‘স্বামী আক্রান্ত হওয়ার চার দিন পরে স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। সম্প্রতি স্বামী ও স্ত্রী তাদের পরিবার নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে এসেছেন। আমরা গত ১৯ এপ্রিল থেকে তাদের বাড়িটি লকডাউন করে দিয়েছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।