স্পোর্টস ডেস্ক : সর্বশেষ টি-টোয়েন্টি ২০২১ বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ দল বাছাই পর্বের শুরুতেই তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ স্কটল্যান্ডের সঙ্গে হেরে যায় টাইগাররা। পরাজয়ে বিশ্বকাপ মিশন শুরুর পর মূলপর্বের আগেই বাদ পড়ার শঙ্কায় পড়ে যায় সাকিবরা।

তবে পরের দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি। এরপর মূলপর্বে নিজেদের ৫ ম্যাচে শ্রীলংকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা হেরে শূন্য হাতে আমিরাত থেকে দেশে ফেরে বাংলাদেশ দল।
বিশ্বকাপে বাংলাদেশ দলের এমন বাজে পারফরম্যান্স এবং ব্যক্তিগত কাজ নিয়ে সম্প্রতি একটি জাতীয় দৈনিককে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব আল হাসান ।
বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে কেন ভালো করছে না? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, এই চিন্তা আমারও আসে। একটা হতে পারে আমরা বিশ্বাস করি না যে টি-টোয়েন্টিতে ভালো করতে পারি। আর একটা হচ্ছে, আমরা হয়তো নিজেদের অত শক্তিশালী ভাবি না যে পাওয়ার হিট করতে পারব বা শেষ ৫-৬ ওভারে ৫০-৬০ রান করে ফেলতে পারব। এই অভ্যাসগুলো যদি আমরা একটু করতে পারি, তাহলে হয়তো এগোতে পারব। তৈরি হওয়ার সুযোগটা ঘরোয়া ক্রিকেটেই বেশি। বিপিএলটা যদি আমরা নিয়মিত করতে পারি, আমাদের খেলোয়াড়েরা ম্যাচ জিতিয়ে আনার অভ্যাস রপ্ত করতে পারে, তখন এই সমস্যাগুলো দূর হতে পারে। সে জন্য বিপিএল প্রতিবছর নিয়মিত হওয়া দরকার। আমি তো দেখি ভারতে টেস্ট দলেও তারাই সুযোগ পায়, যারা আইপিএলে ভালো করে! কঠিন পরিস্থিতি কীভাবে সামলে উঠতে হয়, সেটা বিপিএলে শেখা যায়। কারণ, বিপিএলে প্রত্যেক খেলোয়াড়ই অনেক চাপের মধ্যে থাকে।
কোহলির বিস্ফোরণ মন্তব্যের পর কড়া হুশিয়ারি দিলেন সৌরভ গাঙ্গুলী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।