বিনোদন ডেস্ক: ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে কেউ কিছু না বললেও এবার মুখ খুললেন হবু বরের সহকর্মী কিয়ারা আদভানি।
‘ভিক্যাট’-এর বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্ন ছুড়ে দেওয়া হয় কিয়ারাকে। বহুল চর্চিত এই প্রসঙ্গ এড়িয়ে যান নি নায়িকা। ‘শেরশাহ’–র ডিম্পলের উত্তর, “ওদের বিয়ে হচ্ছে শুনেছি, কিন্তু আমাকে তো দাওয়াত দেয় নি।” এটুকু বলেই থেমে যান কিয়ারা। এর বেশি এ বিষয়ে আর কিছুই বললেন না তিনি।
চলতি মাসের আগামী ৭ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত রাজস্থানের বারওয়ারাতে অনুষ্ঠিত হতে চলেছে রাজকীয় বিয়ের আসর। বিয়ের দিন যত এগিয়ে আসছে ততই যে অনুরাগীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। বিয়ের ভেন্যু থেকে সাজপোশাক নিয়ে সবটা প্রকাশ্যে এসেছে অনেকদিন আগেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারাকে ভিক্যাটের বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে দেখা যায় পুরো বিষয়টি খানিকটা এড়িয়ে গেছেন।
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের হাই প্রোফাইল বিয়ে নিয়ে সরগরম ইন্ডাস্ট্রি। বিয়ের দিন যত এগিয়ে আসছে ততই যে অনুরাগীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। রাজস্থানের রাজকীয় জায়গাতেই বসতে চলেছে ভিকি কৌশল ( Vicky kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif)বিয়ের আসর। রাজস্থানের রণথম্বোর ন্যাশনাল পার্ক থেকে মাত্র ৩০ মিনিট দূরে সোয়াই মাধোপুরের রিসর্ট ফোর্ট বারওয়ারাতে গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউডের এই কাপল।
২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ভিকি এবং কিয়ারা। বন্ধুত্বের সূত্রপাত সেখান থেকেই। কিয়ারা অস্বীকার করলেও বলিউডের গুঞ্জন, ‘ভিক্যাট’-এর বিয়ের অনুষ্ঠানে থাকছেন তিনি। নিমন্ত্রিত তার প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রাও। অনুষ্ঠানে ‘শেরশাহ’ ছবির গানের সঙ্গে নাকি নাচ করবেন তারা।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।