আন্তর্জাতিক ডেস্ক: আমাজন জঙ্গলে চলমান ধ্বংসাত্মক দাবানল নেভাতে জি৭ গ্রুপের সাহায্য প্রস্তাব সোমবার ফিরিয়ে দিয়েছে ব্রাজিল। খবর ইউএনবি’র।
ফ্রান্সের সমুদ্র তীরবর্তী অবকাশ কেন্দ্র বিয়ারিতজে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ আয়োজিত জি৭ সম্মেলনে সংগঠনটির সদস্য দেশগুলো ২০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের প্রস্তাব দেয়।
জবাবে ব্রাজিলের জি১ নিউজ ওয়েবসাইটে দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারোর কার্যালয়ের প্রধান কর্মকর্তা ওনেক্সি লরেনজুনির উদ্ধৃতিতে বলা হয়, ‘আমরা (প্রস্তাবটির) প্রশংসা করি। কিন্তু এ সম্পদ হয়তো ইউরোপে পুনরায় বন সৃষ্টির জন্য আরও বেশি প্রাসঙ্গিক।’
গত এপ্রিলে নটর-ডেম ক্যাথেড্রালে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘মাখোঁ তো অনুমিত ঝুঁকিতে থাকা বিশ্ব ঐহিত্য একটি গির্জার আগুনই এড়াতে পারেননি। তিনি আমাদের দেশকে কী শেখাতে চান?’
আমাজনের প্রায় ৬০ শতাংশ ব্রাজিলে হলেও এ বন আরও আট দেশ বা অঞ্চল ছড়িয়ে আছে। যার মধ্যে আছে দক্ষিণ আমেরিকার উত্তরপূর্ব উপকূলে থাকা ফরাসি অঞ্চল ফ্রেঞ্চ গায়ানা।
ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, দেশটিতে চলতি বছরের প্রথম আট মাসে বনাঞ্চলে মোট ৭১,৪৯৭টি আগুন লাগার ঘটনা ঘটেছে। এক বছর আগে যা ছিল ৩৯,১৯৪টি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel