আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো আমাজন অরণ্যে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল মোকাবেলায় বিদেশি সহায়তা গ্রহণের আগ্রহ ব্যক্ত করেছেন। তবে এক্ষেত্রে তহবিলগুলো কেবলমাত্র ব্রাজিলের নিয়ন্ত্রণে থাকবে। মঙ্গলবার তার মুখপাত্র একথা জানান। খবর এএফপি’র।
এতে বলা হয়, বিশ্বের বৃহত্তম বনভূমিতে ছড়িয়েপড়া দাবানল মোকাবেলায় দেয়া জি৭’র প্রস্তাব গ্রহণের আগে দেশটির প্রেসিডেন্টের বিরুদ্ধে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ‘অপমানজনক’ মন্তব্য প্রত্যাহারে দাবি থেকে বোলসোনারো সরে এসেছেন।
সুনির্দিষ্টভাবে জি৭’র প্রস্তাবের কথা উল্লেখ না করে রাজধানী ব্রাসিলিয়ায় ওতাভিও রিগো ব্যারোস সাংবাদিকদের বলেন, ব্রাজিল সরকার বিশ্বের বিভিন্ন সংস্থা এমন কি দেশ থেকে আর্থিক সহায়তা নিতে আগ্রহী।’
তবে সহায়তার অর্থ কেবলমাত্র ব্রাজিলের জনগণের নিয়ন্ত্রণে থাকবে।’ উল্লেখ্য, দাবানল মোকাবেলায় এর আগে ব্রাজিল জি-৭’র সহায়তা নিতে অস্বীকৃতি জানিয়েছিল। সূত্র: বাসস
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel