মহাবিশ্ব যে গতিতে প্রসারিত হচ্ছে তা পরিমাপ করার জন্য হাবল স্পেস টেলিস্কোপের সহায়তা নিচ্ছে বিজ্ঞানীরা। নতুন অনুসন্ধানের মাধ্যমে বিজ্ঞানীরা মনে করছেন যে আমাদের মহাবিশ্বে অদ্ভুত কিছু ঘটছে।
জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রতি হাবল টেলিস্কোপ এর মাধ্যমে বোঝার চেষ্টা করছে যে, আমাদের মহাবিশ্ব কত দ্রুত প্রসারিত হচ্ছে। ডাটা পরিমার্জন করার সময় অদ্ভুত কিছু বিষয় গবেষকরা লক্ষ্য করেছেন।
বিগ ব্যাং এর সময় মহাবিশ্বের প্রসারণের গতি এবং বর্তমানে মহাবিশ্বের প্রসারণের হারের মধ্যে যথেষ্ট ব্যবধান লক্ষ্য করে গেছে। এ বিষয়টি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ থাকলেও তা এখনও অমীমাংসিত অবস্থায় রয়ে গেছে।
মহাবিশ্বে বর্তমানে যা ঘটছে তা ব্যাখ্যা করতে হলে পদার্থ বিজ্ঞানের নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজন হবে। বিগত ৩০ বছর ধরে মহাবিশ্বের সম্প্রসারণ নিয়ে তথ্য সংগ্রহ করছে হাবল স্পেস টেলিস্কোপ।
এটি স্থান এবং সময়ের মাইল পোস্ট মার্কারের একটি সিরিজ নিয়ে তথ্য সংগ্রহ করেই চলেছে। এর ফলে মহাবিশ্ব কতটা দ্রুত প্রসারিত হচ্ছে তা নির্ধারণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হচ্ছে।
৪০ টিরও বেশি মার্কার নিয়ে NASA কাজ করছে। মার্কারের বিষয়টি নাসাকে নির্ভুলভাবে তথ্য পেতে সহায়তা করছে। স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউট (STScI) এবং মেরিল্যান্ডের বাল্টিমোরের জনস হপকিন্স ইউনিভার্সিটির নোবেল বিজয়ী অ্যাডাম রিস বলেছেন, “আপনি টেলিস্কোপের গোল স্ট্যার্ন্ডাড এবং মহাজাগতিক মাইল মার্কার থেকে মহাবিশ্বের সম্প্রসারণের হারের বিষয়টি সবচেয়ে সঠিকভাবে পরিমাপ করতে পারবেন।”
তিনি গবেষকদের দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ দল হাবল স্পেস টেলিস্কোপ থেকে এ প্রজেক্টের চূড়ান্ত আপগ্রেডের রূপরেখা দিয়ে নতুন গবেষণা নিবন্ধ প্রকাশ করেছেন। মাইল মার্কার এর মাধ্যমে ডেটা পরীক্ষার কাজ করা হয়।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel