Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home আমাদের শিল্প আমাদের রক্ষা করতে হবে : বিজিএমইএ সভাপতি
জাতীয়

আমাদের শিল্প আমাদের রক্ষা করতে হবে : বিজিএমইএ সভাপতি

Bhuiyan Md TomalSeptember 11, 20244 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : অনেকেই এই দেশ থেকে গার্মেন্টস ব্যবসা নিয়ে যেতে চায়, তারা আমাদের শান্তিতে ব্যবসা করার খুব একটা সুযোগ দিবেনা। কিন্তু আমাদের শিল্প আমাদের অধিকার আমাদেরকেই রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় চলমান নৈরাজ্য, বিশৃঙ্খলা থেকে গার্মেন্টস শিল্পকে রক্ষায় আয়োজিত শ্রমিক জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, গত এক বছরে প্রায় ২৭০টা কারখানা বন্ধ হয়ে গেছে নানা সমস্যার কারণে। এত কারখানা বন্ধ হয়ে যাবার পরেও বাংলাদেশের অর্থনীতি টিকে আছে গার্মেন্টস শিল্প এবং আমাদের প্রবাসী ভাইদের রেমিট্যান্সের ওপর। এখন এই ক্রান্তিকালে আমাদের যে ঘুরে দাঁড়ানোর সময়ে এসে এই শিল্পকে ক্ষতিগ্রস্ত করে দেশকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে যারা আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।

আজকে আমাদের ৩০ বছরের অভিজ্ঞতা আছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের কারখানার শ্রমিক ভাইবোনরা সবসময় আমাদের সাথে আছেন। কখনো কখনো মঝেমধ্যে কয়েক বছর পর পর সমস্যা হয়। সেই সমস্যা আপনারা আমরা সকলে হাতে-হাত মিলিয়ে সমাধান করেছি।

বিজিএমইএ’র সভাপতি আরও বলেন, আজকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে না দাঁড়াই তাহলে আপনারা অলরেডি পত্র-পত্রিকায় দেখেছেন আমাদের দেশ থেকে ১০ থেকে ১৫ পার্সেন্ট অর্ডার শিফট করেছে অন্যদেশে। যেসব দেশের এই দেশ থেকে গার্মেন্টস ব্যবসা নিয়ে যাবার ইচ্ছে আছে তারা আমাদেরকে শান্তিতে ব্যবসা করার খুব একটা সুযোগ দিবেনা। কিন্তু আমাদের অধিকার আমাদেরকে রক্ষা করতে হবে।

আমাদের সবাইকে হাতেহাত মিলিয়ে এই সাময়িক দুর্যোগের সময় ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়াতে হবে আহ্বান করে তিনি বলেন, অতীতেও আমরা যেভাবে সমস্ত সমস্যা অতিক্রম করে বাংলাদেশ আজকে এখানে এসেছে, আজকে বাংলাদেশের নতুন করে ঘুরে দাঁড়ানোর সময়ে আমি বিজিএমইএর সভাপতি হিসেবে সমস্ত মালিকদের পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন জানাই আপনারা সবাই সহযোগিতা করেন আমরা কালকে থেকে যেন কাজে যোগ দেই।

সমাবেশে সভাপতির বক্তব্যে সাভারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহপরিবার পরিকল্পনাবিষয়ক সম্পাদক ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন, ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হবার পর দেশের বিভিন্ন এলাকায় যারা মামলা খেয়েছে তাদের মধ্যে অনেকেই সে এলাকা থেকে পালিয়ে এসে আশুলিয়ার বিভিন্ন এলাকায় পালিয়ে রয়েছে।

গার্মেন্টসের এই অসন্তোষের পেছনে এই সমস্ত লোকেদের এক ধরনের হাত আছে এবং তারা নেপথ্যে কলকাঠি নাড়ছে উল্লেখ করে বিএনপি’র এ নেতা বলেন, আমি ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বলবো আপনারাও খেয়াল করেন যাদের আপনারা চিনেন না তারা এলাকায় কি করে তাদের আপনারা প্রশ্ন করেন, তাদের পরিচয় নিশ্চিত করেন। আপনারা এই এলাকার নিরাপত্তার দায়িত্ব নেন।

তিনি আরও বলেন, অনেকেই বলছেন গার্মেন্টস শিল্পের অস্থিরতার পেছনে না কি বিএনপির নেতাকর্মীর হাত রয়েছে। আমি ডা. দেওয়ান সালাউদ্দীন দুইবারের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে বলতে চাই, যদি আমাদের ব্যাপারে কোন অভিযোগ গোয়েন্দা সংস্থা, পুলিশ বা সেনাবাহিনীর কাছে থাকে আপনারা যাকে ইচ্ছা তাকে গ্রেপ্তার করেন আমি কারো জন্য কোন রিকোয়েস্ট করব না।

বাসা-বাড়ির মালিদের অনুরোধ করে তিনি বলেন, এখানে যারা বাড়ির মালিক আছেন আমি তাদের অনুরোধ করবো আপনাদের বাড়িতে অনেক গার্মেন্টস শ্রমিক বসবাস করে আপনারা আজকে রাতে তাদের সবাইকে নিয়ে বসবেন এবং তাদের একটু বুঝিয়ে বলবেন তারা যেন মালিকদের একটু সময় দেন। কারন অনেক অর্ডার অন্যান্য দেশে চলে যাচ্ছে এখানে দেশের বাইরেরও চক্রান্ত রয়েছে আপনারাও প্লিজ দায়িত্ব নেন তাদেরকে কাজে ফেরান। যেকোনো মূল্যে গার্মেন্টস বাঁচাতে হবে এটা রাষ্ট্রীয় সম্পত্তি।

বিশেষ অতিথির বক্তব্যে হামীম গ্রুপের চেয়ারম্যানও সাবেক সংসদ সদস্য একে আজাদ বলেন, ইতোমধ্যে ৭৬টা কারখানায় শ্রমিকদের বেতন দিতে পারেনি ডিসেম্বর আসলে এটি দিগুণ হবে। বিদেশিরা কাজ না দিলে আমরা মেশিন বসায়া শ্রমিক দিয়ে কি করবো। নিজের বুঝ পাগলেও বুঝে কিন্তু আশুলিয়ার লোক বুঝিনা। সারা বাংলাদেশ বুঝে কিন্তু আমরা বুঝিনা। এখন আপনারা সিদ্ধান্ত নিবেন কারখানা চালাবেন নাকি চালাবেননা।

হামীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ আরো বলেন, আপনারা যদি কাজ না করেন আপনাদের সামনে যদি বাইরে থেকে লোক এসে কারখানা ভাঙচুর করে আর আপনারা যদি না বাঁধা দেন তাইলে আমি কিভাবে বাঁধা দিব। এ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত আছেন আপনারাই সিদ্ধান্ত দেন কীভাবে কারখানা চালাবো।

আমি যদি একবার কারখানা খুলি তাহলে আর বন্ধ করতে পারবো না উল্লেখ করে এ কে আজাদ বলেন, আপনাদের এই শক্তি যদি হেরে যায় সেসব সন্ত্রাসীদের কাছে যারা গ্যাঞ্জি আর হেলমেট পরে ৫০০টাকা দেয় কারখানা ভাংচুর করার জন্য। তাদের কাছে যদি আমরা হেরে যাই তাহলে আর সম্ভব নয়। যদি আমরা হেরে যাই তাহলে বায়ারদের কাছে আর কিছু বলতে পারবো না। যদি গাছ বাঁচে তাহলে অবশ্যই ফল পাবেন। তাই আপনারা অতি সত্বর মালিকদের আশ্বস্ত করেন।

এসময় আরও উপস্তিত ছিলেন আল মুসলিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব, আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি আসকর দেওয়ান, আশুলিয়া থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হাজি মো. নুরুল ইসলাম, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মো. জিল্লুর রহমান, ধামসোনা ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাসান, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক সভাপতি রনি আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশুলিয়া থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জিল্লুর রহমান মাস্টার, ইয়ারপুর ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় আমাদের করতে প্রভা বিজিএমইএ রক্ষা শিল্প সভাপতি হবে
Related Posts
প্রধান বিচারপতি

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

December 23, 2025
ব্যাখ্যা

কেন অ্যাকশনে যায়নি ব্যাখ্যা দিলো পুলিশ

December 23, 2025
রুখে দাঁড়াবার

এখন সময় রুখে দাঁড়াবার: মির্জা ফখরুল

December 23, 2025
Latest News
প্রধান বিচারপতি

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

ব্যাখ্যা

কেন অ্যাকশনে যায়নি ব্যাখ্যা দিলো পুলিশ

রুখে দাঁড়াবার

এখন সময় রুখে দাঁড়াবার: মির্জা ফখরুল

রিমান্ডে

তিন দিন করে রিমান্ডে দিপু হত্যার ১২ আসামি

আটক

এনসিপি নেতাকে গুলি, আলোচিত সেই নারী আটক

বিদ্যুৎ থাকবে না

আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগুন

পুরান ঢাকায় ১৪ তলা ভবনে আগুন নিয়ন্ত্রণে

প্রেস সচিব

বাংলাদেশ বীরদের দেশ : প্রেস সচিব

Land-s

জমির দলিলে আর এনআইডিতে নামের মিল নেই? জানুন সহজ সমাধান

নৌপরিবহণ উপদেষ্টা

মাফিয়াচক্রের কারণে অতীতে লাভ দেখেনি বিএসসি: নৌ উপদেষ্টা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.