‘আমাদের সমর্থন অব্যাহত রাখুন’, শ্রীলঙ্কার কাছে হারের পর সাকিব

সাকিব

স্পোর্টস ডেস্ক : বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে হেরে গেছে বাংলাদেশ। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গেছে শ্রীলঙ্কা। এই হারের ফলে সবার আগে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে টাইগাররা। ম্যাচ শেষে হতাশা ঝরেছে সাকিব আল হাসানের কণ্ঠে।
সাকিব
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘কিছু বাজে ওভারের কারণে ম্যাচটা হেরে গেছি। শেষ ওভারে তাদের দরকার ছিল ৮ রান, কিন্তু ৮ উইকেট পড়ে যাওয়ার পরেও তারা সেই রান তুলে ফেলেছে ৪ বল বাকি থাকতেই। এতেই বুঝা যায় আমরা ডেথ ওভারগুলো ভালো করিনি। শ্রীলঙ্কা যেভাবে ব্যাট করেছে, তাদের কৃতত্ব দিতেই হবে। ’

শেষের তিন ওভারের মধ্যে দুই ওভারই করেছেন বাংলাদেশের স্পিনাররা।

এই প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা আগেই উইকেটগুলো তুলে নিতে চেয়েছিলাম। পেসাররা উইকেট পাচ্ছিল, তাই তাদেরকেই বোলিং দিচ্ছিলাম। তবে বোলাররা পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারেনি। তাই শেষ ওভারে স্পিনার আনতে হয়েছিল।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সাকিব বলেন, ‘সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে ভিন্ন চ্যালেঞ্জ থাকবে। আমাদের খেলায় উন্নতি করতে হবে। (মাঠে আসা) সমর্থকদের জন্য আমরা দু:খিত। আমরা যেখানেই যাই, সমর্থন পাই। আমাদের সমর্থন অব্যাহত রাখুন।’

শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা