Advertisement
বিনোদন ডেস্ক : নারী পাচারের অভিযোগে নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১২ সেপ্টেম্বর রিমান্ডে তিনি স্বীকার করেছেন, এই কাজে তাঁর সহযোগী ছিলেন আরেক নৃত্য পরিচালক গৌতম সাহা। গতকাল সকাল থেকে কিছু গণমাধ্যম গৌতম সাহাকে অপু বিশ্বাসের ম্যানেজার দাবি করে সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি অপুর নজরে এলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান।
অপু বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে কাজের সুবাদে অনেকের সঙ্গে যোগাযোগ করি। আমার কোনো ম্যানেজার নেই। শুধু শুধু ব্যক্তিস্বার্থে কেউ আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করবেন না। যে সংবাদটি আপনারা এর মধ্যে প্রকাশ করেছেন, সেটি সংশোধন করুন। অন্যথায় আমি সাইবার ক্রাইম ডিভিশনে লিখিত অভিযোগ দিতে বাধ্য হব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।