বিনোদন ডেস্ক : শ্রীলেখার ইচ্ছে, তিনি শান্তিতে, নীরবে চলে যাবেন। এখনও তাঁর বাড়িতে ইন্ডাস্ট্রির লোকজনের ভিড় নেই। তখনও যেন না থাকে।
অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যু নাড়া দিয়েছে শ্রীলেখা মিত্রকে। তাঁর বাড়িতে সংবাদমাধ্যম, ইন্ডাস্ট্রির লোকজনের ভিড় অস্বস্তিতে ফেলেছে অভিনেত্রীকে। বৃহস্পতিবার বিকেলে ইউটিউব চ্যানেলে আগে বলা কথা তাই আরও একবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি, ‘আমি মরলে আমায় নিয়ে যেন কোনও ইন্ডাস্ট্রি আর মিডিয়ার সার্কাস না হয়।’
কেন এ কথা? আনন্দবাজার অনলাইনের কাছে অভিনেত্রীর দাবি, ‘‘এক, বেঁচে থাকতে কেউ খোঁজ নেবেন না। মৃত্যুর পর সবাই জড়ো হবেন। এটা আমি চাই না। দুই, বেঁচে থাকতে আমার সব খারাপ, আর মৃত্যুর পরে সব ভাল- এটাও কাম্য নয়।’’ শ্রীলেখার ইচ্ছে, তিনি শান্তিতে, নীরবে চলে যাবেন।
এখনও তাঁর বাড়িতে ইন্ডাস্ট্রির লোকজনের ভিড় নেই। তখনও যেন না থাকে। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর এই ইচ্ছে তিনি মেয়েকে, তাঁর ঘনিষ্ঠদের জানিয়ে যাবেন। আলাদা করে ইচ্ছাপত্রে লিখেও যাবেন। তাঁর শেষযাত্রায় সামিল হবেন শুধু তাঁর আত্মীয়, কাছের মানুষেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।