পটুয়াখালী প্রতিনিধি: ‘কষ্টের কথা আর কি কমু? আমার আবদুল্লাহর (৫) পাঁচ বছর শ্যাষ হইয়া ৬ বছরে পড়ছে। ওর এহন স্কুলে ভর্তি হওয়ার কথা, কিন্তু ও চিকিৎসার অভাবে এখন ঘর বন্দী। ওর বন্ধুরা সবাই স্কুলে যায় আর আমার পোলাডা স্কুলের আলোই দেখতে পারে নাই। চিকিৎসা না করাইতে পারলে পোলাডা মনে হয় বাঁচপে না, আমার পোলাডা একটু বাঁচতে চায়।’
গত ৩০ অক্টোবর পৌর শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা মো.আলী আক্কাসের বাড়িতে গিয়ে এমন কথা শোনা যায় তার স্ত্রী মুসলিমা বেগমের কাছ থেকে। সন্তানের অসুস্থতা ও চিকিৎসা করাতে না পারার কষ্ট থেকে তিনি এসব কথা বলেন।
জানা যায়, মো. আলী আক্কাস ও মুসলিমা বেগম দম্পতির দুটি সন্তান রয়েছে। ২০১৭ সালে তাদের কোল জুড়ে একটি ছেলে সন্তান আসে এবং তার নাম রাখা হয় আব্দুল্লাহ। প্রথম সন্তানকে নিয়ে ভালোই চলছিল এ দম্পতির সংসার। তবে হঠাৎ করেই আব্দুল্লাহর জন্মের ৩ মাসের মাথায় অসুস্থ হয়ে পরে এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায় আব্দুল্লাহ হৃদরোগে আক্রান্ত। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল, ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করালেও সুস্থ হয়নি শিশুটি। পরবর্তিতে বিত্তবানদের সহযোগিতায় ভারতের একটি হাসপাতালে বাইপাস সার্জারি করানো হলে পুনরায় ওপেন হার্ট সার্জারি করার কথা জানায় ভারতের চিকিৎসাকরা। আর এই ওপেন হার্ট সার্জারি করাতে দরকার ৫ লাখ টাকা।
এদিকে, অসুস্থ আবদুল্লাহর বাবার আর্থিক অস্বচ্ছলতার কারণে উন্নত চিকিৎসা করা যাচ্ছে না। বাবার অর্থ না থাকায় সন্তানের চিকিৎসার জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও বিত্তবানদের সহযোগিতা চেয়েছে তার অসহায় পরিবার।
অসুস্থ আব্দুল্লাহর বাবা আলী আক্কাস বলেন, ‘আমি একজন দরিদ্র মানুষ। ছেলেটা হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে মনে শান্তি নাই। একটা খেলনার দোকান দিয়ে যে টাকা পাই তা সংসারেই চলে যায়। অর্থের অভাবে ছেলেকে উন্নত চিকিৎসা করাতে পারছি না। তাই প্রধানমন্ত্রী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।’
পটুয়াখালী পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন আলাল বলেন, ‘এই আলী আক্কাসের অসুস্থ ছেলের চিকিৎসার জন্য পৌরসভার পক্ষ থেকে আর্থিক সহায়তা ও আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছি। সমাজের বিত্তবানরাও যদি এগিয়ে আসে তাহলে শিশুটি অসুস্থতা কাটিয়ে সুস্থ জীবনে ফিরে আসবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।