ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পথেই হাঁটলেন তার ছোট বোন মালাইকা চৌধুরী। প্রথমবারের মতো ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। যেখানে তার বিপরীতে রয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান।
এক সাক্ষাৎকারে মালাইকা চৌধুরী প্রথম নাটকে জোভানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে দর্শকদের মাঝে কথা বলেছেন। তিনি বলেন, ‘জোভানের সঙ্গে কাজ করতে ভালো লেগেছিল। তিনি অনেক সার্পোটিভ ফ্রেন্ডলি, শুটিংয়ের সময় কিছু ভুল হলে বুঝিয়ে দিত পাশাপাশি অনেক মোটিভেট করেছিল।’
নাটকে অভিনয় প্রসঙ্গে মালাইকার ভাষ্য, ‘প্রথমে আমি জানতাম না নাটক অভিনয় করবো। হঠাৎ আপু (মেহজাবীন) একদিন বলে তুমি নাটকে অভিনয় করবে, শুট করার আগের দিন আমি স্ক্রিপ্ট পেয়েছিলাম। আপু বলেছিল তুমি মুখস্থ করবা।’
এরপর জানান, নাটকে অভিনয়ের সময় প্রথমদিন তার ডায়ালগ দিতে হয়নি। কান্নার সিনে শুট করতে ভাল লেগেছে উল্লেখ করে বলেন, ‘আমার মনে হয় আমার বেশি ভালো লেগেছে কান্নার দৃশ্যে অভিনয় করতে। মানে কান্না করবো আর কিছু করবো এটা সহজ মনে হয়েছে।’
মালাইকার কথায়, ‘এখন অভিনয় জগতে এসেছি প্রথম কাজটা দেখি তারপরে যদি আমার নিজের কাছে ভালো লাগার পাশাপাশি দর্শকদের ভালো লাগে তাহলে অভিনয় জগতে কাজ করবো।’
শেষে তিনি বলেন, নাটকে অভিনয় করার সময় মনে হয়েছে, ‘সহজে অনেকটা সময় চলে গেছে। তেমন একটা কষ্ট বা কিছুই মনে হয়নি। আমার জন্য সবাই দু’আ করবেন যেন বড় হতে পারি আরও ভালো কাজ করতে পারি।’
কোমরের নিচে এইরকম টোল সাদৃশ্য চিহ্ন রয়েছে? তাহলে যা ঘটবে আপনার সঙ্গে
প্রসঙ্গত, ‘সন্ধিক্ষণ’ নাটকটি রচনা ও পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকটির বিশেষ আকর্ষণ হলো, গল্পটি তৈরি হয়েছে মেহজাবীন চৌধুরীর ভাবনা থেকেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।