জুমবাংলা ডেস্ক : দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুর খবরের পর হঠাৎই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে মারা গেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মাসুম পারভেজ রুবেল।
বিষয়টির সত্যতা যাচাইয়ে চিত্রনায়ক রুবেল ও তার পরিবারের মোবাইলে ফোন কল দেয়া হলে সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে কথা বলেন অভিনেতা নিজেই।
রুবেল বলেন, আমার মৃত্যুর খবর কেবলই গুজব। আমি মারা যাইনি। ভালো আছি, সুস্থ আছি।
রুবেল আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, আমার মৃত্যুর মিথ্যা খবরটি অনেকেই শেয়ার করেছেন। অনেকে বিচলিত হয়ে আমার ফোনে, আমার পরিবারের ফোনে কল করেছেন। ভক্তরাও আমার মৃত্যুর খবরে ব্যথিত।
তাদের সবার উদ্দেশে বলছি, আমি এখন নিজ বাসাতেই আছি। খুব বেশি একটা বের হচ্ছি না। জীবিত আছি।
ভুল খবর ছড়ানো প্রসঙ্গে রুবেল বলেন, হঠাৎ কোনো তারকার ভুল মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে পরিবারের কাছের মানুষ, আত্মীয় স্বজন, শুভাকাঙিক্ষ, ভক্তরা চিন্তিত হয়ে পড়েন। তাই এমন গুজব ছড়িয়ে পড়া অনাকাঙ্ক্ষিত।
ঢালিউড সিনেমায় মার্শাল কিংবদন্তি ও অ্যাকশন কিং হিরো হিসেবে সুপরিচিত রুবেল। আশির দশকে ‘লড়াকু’ চলচ্চিত্রে অভিনয় করার মধ্যে দিয়ে রুপালি পর্দায় পা রাখেন। ক্যারিয়ারে দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে উত্থান পতন, উদ্ধার, বীরপুরুষ, বজ্রমুষ্টি, ও ভণ্ড। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
আমাকে কাছে পেতে যে টাকা লাগবে তা দেবার সাধ্য আপনার নেই : স্বস্তিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।