
বিনোদন প্রতিবেদক : নব্বই দশকের জনপ্রিয় নায়ক আমিন খান। নতুন মুখের সন্ধানে আয়োজন দিয়ে ঢাকাই সিনেমায় যাত্রা করেন তিনি। অভিনয় করেছেন শতাধিক চলচ্চিত্রে। এই সময় মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত নতুন ছবি ‘অবতার’। আসন্ন ছবি ও বর্তমান ব্যস্ততা নিয়ে সম্প্রতি তিনি কথা বলেন জুমবাংলা নিউজের সাথে। সাক্ষাৎকারটি নিয়েছেন হাসনাত জোবায়ের।
কেমন আছেন?
আমি ভালো আছি। সবসময় ভালো থাকার চেষ্টা করি।
ঈদের ব্যস্ততা কেমন?
ঈদে ব্যস্ততা তো থাকবেই। আমি এখন ওয়াল্টনের ব্র্যান্ড ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালকের দায়িত্বে আছি। এটা নিয়েই ব্যস্ত আছি।
আপনার আসন্ন ছবি ‘অবতার’ মুক্তির তারিখ পিছিয়েছে। ছবিটা নিয়ে কেমন প্রত্যাশা করছেন?
দেশে বন্যার জন্য ছবিটি মুক্তির তারিখ পিছিয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘অবতার’। প্রত্যেক অভিনয় শিল্পী তার কাজ নিয়ে দারুণ আশাবাদী থাকে। আমরা আমাদের শতভাগ দিয়ে কাজ করেছি। বাকিটা নির্ভর করবে দর্শকদের উপর। তারা ভালোভাবে ছবিটা গ্রহণ করলে আমাদের চেষ্টাটা সফল হবে। তাছাড়া ছবির গল্পটাও বেশ ভালো। মাদককে কেন্দ্র করে। মাদক আমাদের যুব সমাজটাকে ধবংস করে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে ভূমিকা রাখবে এই ছবিটা।
বন্যার সময় ছবির প্রচারণায় কোনও অসুবিধা হচ্ছে কি?
তা তো হচ্ছেই। সারাদেশে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফসলের ক্ষতি হয়েছে। এই সময় ছবির প্রচারণা বন্ধ আছে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা আগে তারপর বিনোদন।
মাহির সাথে তো এটা আপনার প্রথম কাজ। কেমন লেগেছে তার সাথে কাজ করে?
মাহি চমৎকার অভিনয় করে। আর সহশিল্পী হিসেবেই খুব ভালো। আর সে ভালো বলেই এতো দূর সে পৌঁছাতে পেরেছে।
চিত্রনায়িকা মৌসুমীর সাথে ‘আগুন’ ছবিতে অভিনয় করছেন বলে কয়েকদিন আগে গুঞ্জন শোনা গিয়েছিল। পরবর্তীতে ছবির পরিচালক এই ছবি কাজ করার জন্য আপনার সাথে যোগাযোগ করেছিল?
এই ছবিতে আমার কাজ করা নিয়ে কখনও কোনও কথা হয়নি। ‘আগুন’ ছবির পরিচালক বদিউল আলম খোকন একদিন আমাকে ফোন করে বললেন যে আমার শিডিউল আছে কিনা। আমি বললাম, না আমি ওয়াল্টনের কাজ নিয়ে খুব ব্যস্ত তাই সময় বের করতে পারছি না। আর এতেই রটানো হয়েছে যে আমি ‘আগুন’ ছবিতে অভিনয় করছি। এছাড়া পরবর্তীতেও এই ছবি নিয়ে আমার সাথে কেউ যোগাযোগ করে নাই।
আপনি তো এখন ওয়াল্টনের ব্র্যান্ড ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক। অফিস আর চলচ্চিত্রের কাজে কীভাবে সময় বের করছেন?
আমি কাজ পাগল মানুষ। কাজকে খুব উপভোগ করি। সেটা ছোট হোক বা বড় আমি করতে রাজি আছি। আপাতত এই কাজটা নিয়েই ব্যস্ত আছি। চলচ্চিত্রে তেমন একটা সময় দিতে পারছি না। তবে সময় বের করতে পারলে আরও নতুন কোনও চলচ্চিত্রে অভিনয় করবো।
দর্শকদের উদ্দেশে কিছু বলুন
দর্শকদের জন্যই আমি আজ আমিন খান। আমি তাদের সর্বদা শ্রদ্ধা করি ও ভালোবাসি। প্রতিনিয়ত খাদ্যে ভেজাল মেশানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। আমি একটা আন্দোলনের সাথে যুক্ত আছি আর তা হলো ‘আমরা ভেজাল মুক্ত খাদ্য চাই’। আমার সবার উদ্দেশে বলব, আসুন খাদ্যে ভেজাল মিশানো থেকে বিরত থাকি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।