আমি জয় বাংলার লোক : শাহজাহান ওমর

জুমবাংলা ডেস্ক : ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের হয়ে জয় পাওয়া বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর নিজেকে ‘জয় বাংলার লোক’ দাবি করেছেন।

বুধবার (১০ জানুয়ারি) শপথ শেষে শাহজাহান ওমর সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় এই দাবি করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এর আগেও অনেকবার সংসদে এসেছিলাম। আবার এসেছি। আমাকে প্রধানমন্ত্রী ডেকেছেন তাই আমি আবার সংসদে এসেছি। মূলত আমি জয় বাংলার লোক।’ এর আগেও নির্বাচনী প্রচারণার সময় তিনি নিজেকে ‘জয় বাংলার লোক’ দাবি করেছেন।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এম শাহজাহান ওমর ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক গোলাপ ফুল প্রতীক নিয়ে পান এক হাজার ৬২৪ ভোট।

বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে মানিয়ে চলা সম্ভব না হওয়ায় দলটির রাজনীতি ছেড়েছেন বলে জানিয়েছিলেন ব্যারিস্টার শাহজাহান ওমর।

এর আগে, সকালে সংসদ সদস্যের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নতুন এমপিরা একসঙ্গে সমস্বরে স্পিকারের সঙ্গে শপথবাক্য পাঠ করেন।

পরে তাদের শপথের কাগজে স্বাক্ষর করতে বলেন। পরে কার্যক্রম হিসেবে সংসদ সদস্যদের রেজিস্ট্রারে স্বাক্ষর করতে বলা হয়। শপথের পর নবাগত এমপিরা স্পিকারের সামনে শপথ ফরমে স্বাক্ষর করেন।

তোপের মুখে নতুন সিদ্ধান্ত নিল গ্রামীণফোন